ম্যানচেস্টার সিটির (Manchester City) ৪ জন ফুটবলার করোনা (COVID-19) আক্রান্ত। করোনার কারণে ম্যানচেস্টার সিটি বনাম এভার্টন (Everton) প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচ স্থগিত। একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের।
NEWS | This evening’s game at Everton has been postponed.
? #ManCity | https://t.co/axa0klD5re https://t.co/ZLnMhyIloa
— Manchester City (@ManCity) December 28, 2020
গুডিসন পার্কে খেলা শুরু হওয়ার মাত্র কয়েকঘন্টা আগে সিটি জানায়, গ্যাব্রিয়েল জেসুস ও কাইল ওয়াকার ছাড়াও তাঁদের দলের আরও ২ ফুটবলার করোনা আক্রান্ত। ২ হাজার দর্শকের সামনে হওয়ার কথা ছিল এই ম্যাচ।
? | Following a Premier League Board Meeting this afternoon, #EFC has been informed that tonight’s fixture against @ManCity has been postponed on medical grounds due to an increase in cases of COVID-19 in the Manchester City squad.
— Everton (@Everton) December 28, 2020
প্রিমিয়ার লিগের নিয়মানুযায়ী, যে কোনও দলের ১৪ জনের বেশি ফুটবলার থাকলে খেলা স্থগিত করা যাবে না। প্রশ্ন উঠছে, সিটি কী তাহলে করোনা আক্রান্তের তথ্য গোপন করছে?
? | Club Statement: Manchester City fixture postponement.#EVEMCI https://t.co/Q5ddxKYpyy
— Everton (@Everton) December 28, 2020
এভার্টন তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, “আমাদের কাছে সবসময় জনগণের সুরক্ষা সবার উপরে। আমরা অনুরোধ করব, ম্যানচেস্টার সিটি যে তথ্য প্রিমিয়ার লিগকে দিয়েছিল তা যেন সম্পূর্ণ প্রকাশ করে।”