AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২২ বছর পর অ্যানফিল্ডে ডার্বি জিতল এভার্টন

১৯২৩ সালের পর ঘরের মাঠে টানা চার ম্যাচে হার রেডসদের। এই অ্যানফিল্ডেই ৬৮ ম্যাচ অপরাজিত ছিল লিভারপুল।

২২ বছর পর অ্যানফিল্ডে ডার্বি জিতল এভার্টন
২২ বছর পর অ্যানফিল্ডে ডার্বি জিতল এভার্টন
| Updated on: Feb 21, 2021 | 12:15 PM
Share

লিভারপুল: প্রিমিয়ার লিগে (Premier League) ফিরতেই ফের হার লিভারপুলের (Liverpool)। ঘরের মাঠে এভার্টনের (Everton) কাছে ০-২ গোলে হার ক্লপের দলের। অ্যানফিল্ডে টানা ৪ ম্যাচ হার লিভারপুলের। ১৯২৩ সালের পর ঘরের মাঠে টানা চার ম্যাচে হার রেডসদের। এই অ্যানফিল্ডেই ৬৮ ম্যাচ অপরাজিত ছিল লিভারপুল। অথচ এ বার টানা হারই সঙ্গী জুর্গেন ক্লপের দলের। গত মাসে বার্নলের বিরুদ্ধে অ্যানফিল্ডে হেরেছিল লিভারপুল। এরপর টানা চার ম্যাচে হারের মুখ দেখলেন সালাহরা।

বার্নলের পর ব্রাইটন, ম্যাঞ্চেস্টার সিটি আর এভার্টনের কাছে হারল লিভারপুল। লিগ টেবিলেও ক্রমশ নীচের দিকে নামছে গতবারের চ্যাম্পিয়নরা। ২২ বছর পর অ্যানফিল্ডে এভার্টনের কাছে হারল লিভারপুল। সেই সঙ্গে ১১ বছর বাদে লিভারপুলকে হারাল এভার্টন। লিভারপুল-এভার্টন দ্বৈরথ মার্সিসাইড ডার্বি নামেই পরিচিত। ২০১০ সালে গডিসন পার্কে শেষবার লিভারপুলকে হারিয়েছিল এভার্টন। এরপর ২৩ বার একে অপরের মুখোমুখি হলেও এভার্টনের কাছে কখনও হারেনি লিভারপুল। ১৯৯৯ সালের পর অ্যানফিল্ডে মার্সিসাইড ডার্বিতে জয় পেল এভার্টন।

আরও পড়ুন: ভারতীয় দলে নতুন মুখ

খেলার ৩ মিনিটে রিচার্লিসনের গোলে এগিয়ে যায় এভার্টন। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সিগার্ডসন। ২৫ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে লিভারপুল। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ক্লপের হাত ধরে ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিল লিভারপুল। এমন কি দু’বছর আগে চ্যাম্পিয়ন্স লিগও জেতেন সালাহরা। একের পর এক সাফল্য ধরা দিচ্ছিল লিভারপুলে। হঠাত্‍ই যেন ছন্দপতন শুরু হল সালাহ-ফিরমিনোদের। এ দিকে ম্যাচের ২৯ মিনিটে কুঁচকিতে চোট পান হেন্ডারসন।