AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ananta Maharaj: ‘প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি বাংলাদেশি-পাকিস্তানি, কাকে কাগজ দেখাব?’ বিস্ফোরক অনন্ত মহারাজ

SIR in Bengal: সদ্য দিনহাটার সিতাই এলাকায় নিজের সমর্থকদের নিয়ে বনভোজনের আয়োজন করেছিলেন গ্রেটার সুপ্রিমো। সেখানেই এসআইআর ইস্যুতে একের পর বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় অন্তত মহারাজকে। মাইক হাতে কার্যত ভৎর্সনার সুরে বলেন, “যাদের হাতে খাতা-কলম ওরাই তো বাংলাদেশি, ওরাই তো পাকিস্তানি।”

Ananta Maharaj: ‘প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি বাংলাদেশি-পাকিস্তানি, কাকে কাগজ দেখাব?’ বিস্ফোরক অনন্ত মহারাজ
কী বলছেন অনন্ত? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 28, 2025 | 12:52 PM
Share

কোচবিহার: “ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি-বাংলাদেশি। প্রধানমন্ত্রী বাংলাদেশি-পাকিস্তানি। রাজ্যপাল পাকিস্তানি-বাংলাদেশি।” এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল বিজেপির মনোনীত সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজকে। তা নিয়েই বিতর্কের ঝড় উঠে গিয়েছে রাজনৈতিক মহলে। অনন্ত মহারাজের যুক্তি যারা চেয়ারে বসে রয়েছে তাঁরা আমাদের কাগজ দেখতে চাইছেন। অথচ তাঁরাই পাকিস্তানি অথবা বাংলাদেশি। তাহলে আমরা কাগজ কাকে দেখাব? 

সম্প্রতি SIR এর পক্ষে একাধিক সওয়াল করেছিলেন এই অনন্ত রায়। এমনকি নিজের বাড়িতে মুসলিম ধর্মগুরুদের নিয়ে আলোচনাতেও বসতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় বলেছিলেন এসআইআর হলে ভারতীয় মুসলিমদের কোনও সমস্যা হবে না। এখন তাঁর আচমকা সুর বদলে তৈরি হয়েছে নতুন জল্পনা। এখন একেবারে দেশের প্রশাসনিক প্রধানদের ধরে ধরে তোপ দাগছেন তিনি। 

সদ্য দিনহাটার সিতাই এলাকায় নিজের সমর্থকদের নিয়ে বনভোজনের আয়োজন করেছিলেন গ্রেটার সুপ্রিমো। সেখানেই এসআইআর ইস্যুতে একের পর বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় অন্তত মহারাজকে। মাইক হাতে কার্যত ভৎর্সনার সুরে বলেন, “যাদের হাতে খাতা-কলম ওরাই তো বাংলাদেশি, ওরাই তো পাকিস্তানি। ওরাই তো পাকিস্তান থেকে এসেছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি-বাংলাদেশি। প্রধানমন্ত্রী বাংলাদেশি-পাকিস্তানি। রাজ্যপাল পাকিস্তানি-বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কে দেখবে?” যদিও এ নিয়ে এখনই কোনও উচ্চবাচ্য করছে না পদ্ম শিবির। এ বিষয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। অন্য কোনও নেতাদেরও এখনও পর্যন্ত বিশেষ কিছু বলতে দেখা যায়নি।