ফর্মে ফিরলেন জেসুস, শীর্ষেই ম্যাঞ্চেস্টার সিটি
শনিবার ইপিএলে (Premier League)শেফিল্ড ইউনাইটেডকে (Sheffield United) ১-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। গত বুধবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছিল শেফিল্ড। তাই এই ম্যাচেও ফুটবলপ্রেমীদের নজরে ছিল শেফিল্ড। কিন্তু সিটির বিরুদ্ধে ছাপ ফেলতে ব্যর্থ তারা। শেফিল্ডকে হারিয়ে লিগ তালিকার শীর্ষেই রইল পেপ গুয়ার্দিওলার দল।