ফর্মে ফিরলেন জেসুস, শীর্ষেই ম্যাঞ্চেস্টার সিটি

Jan 31, 2021 | 11:59 AM

শনিবার ইপিএলে (Premier League)শেফিল্ড ইউনাইটেডকে (Sheffield United) ১-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। গত বুধবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছিল শেফিল্ড। তাই এই ম্যাচেও ফুটবলপ্রেমীদের নজরে ছিল শেফিল্ড। কিন্তু সিটির বিরুদ্ধে ছাপ ফেলতে ব্যর্থ তারা। শেফিল্ডকে হারিয়ে লিগ তালিকার শীর্ষেই রইল পেপ গুয়ার্দিওলার দল।

1 / 5
ম্যাচের ৯ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের প্রথম গোল। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ম্যাচের ৯ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের প্রথম গোল। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

2 / 5
সব টুর্নামেন্ট মিলিয়ে এই নিয়ে পরপর ১২ ম্যাচে জয় স্টার্লিংদের। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

সব টুর্নামেন্ট মিলিয়ে এই নিয়ে পরপর ১২ ম্যাচে জয় স্টার্লিংদের। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

3 / 5
শেফিল্ডের গোলকিপার অ্যারন র‌্যামসডেল বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

শেফিল্ডের গোলকিপার অ্যারন র‌্যামসডেল বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

4 / 5
প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই রইল ম্যাঞ্চেস্টার সিটি। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই রইল ম্যাঞ্চেস্টার সিটি। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

5 / 5
ম্যানেজার হিসেবে পেপ গুয়ার্দিওলার ৫০০ তম জয়। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

ম্যানেজার হিসেবে পেপ গুয়ার্দিওলার ৫০০ তম জয়। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

Next Photo Gallery