প্রিমিয়ার লিগের শীর্ষেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

Jan 21, 2021 | 2:45 PM

বুধবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United ) ২-১ হারাল ফুলহামকে (Fulham)। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

1 / 5
ম্যাচের ৫ মিনিটে অ্যাডিমোলা লুকমান ফুলহামকে এগিয়ে দেন। (সৌজন্যে-ফুলহাম টুইটার)

ম্যাচের ৫ মিনিটে অ্যাডিমোলা লুকমান ফুলহামকে এগিয়ে দেন। (সৌজন্যে-ফুলহাম টুইটার)

2 / 5
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২১ মিনিটে সমতায় ফেরান এডিনসন কাভানি। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২১ মিনিটে সমতায় ফেরান এডিনসন কাভানি। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

3 / 5
ম্যাচের ৬৫ মিনিটে ম্যান ইউনাইটেডের হয়ে জয় নিশ্চিত করেন পল পোগবা। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ম্যাচের ৬৫ মিনিটে ম্যান ইউনাইটেডের হয়ে জয় নিশ্চিত করেন পল পোগবা। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

4 / 5
ম্যাচ শেষে সোল্কজায়ার জয়ের নায়ক সম্পর্কে বলেছেন, "পোগবার পারফরম্যান্সে আমি ভীষণ খুশি। আমি জানি, ও কী করতে পারে। সেরা ফর্মে খেলছে এখন।" (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ম্যাচ শেষে সোল্কজায়ার জয়ের নায়ক সম্পর্কে বলেছেন, "পোগবার পারফরম্যান্সে আমি ভীষণ খুশি। আমি জানি, ও কী করতে পারে। সেরা ফর্মে খেলছে এখন।" (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

5 / 5
এই নিয়ে সপ্তমবার প্রিমিয়ার লিগে টানা ১৭ ম্যাচে অপরাজিত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

এই নিয়ে সপ্তমবার প্রিমিয়ার লিগে টানা ১৭ ম্যাচে অপরাজিত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

Next Photo Gallery