ওল্ড ট্র্যাফোর্ডে টানা ১৩টি লিগের ম্যাচে অপরাজিত থাকার পর হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United)। ৪৮ বছর পর রেড ডেভিলসদের হারিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে বিজয় পতাকা ওড়াল শেফিল্ড ইউনাইটেড (Sheffield United)। খেলার ফল ২-১। লিগ শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া সোল্কজায়ারের দলের।