৪৮ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে জয় শেফিল্ডের

Jan 28, 2021 | 12:24 PM

ওল্ড ট্র্যাফোর্ডে টানা ১৩টি লিগের ম্যাচে অপরাজিত থাকার পর হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United)। ৪৮ বছর পর রেড ডেভিলসদের হারিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে বিজয় পতাকা ওড়াল শেফিল্ড ইউনাইটেড (Sheffield United)। খেলার ফল ২-১। লিগ শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া সোল্কজায়ারের দলের।

1 / 5
ম্যাচের ২৩ মিনিটে কিন ব্রায়ানের গোলে এগিয়ে যায় শেফিল্ড। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

ম্যাচের ২৩ মিনিটে কিন ব্রায়ানের গোলে এগিয়ে যায় শেফিল্ড। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

2 / 5
৬৪ মিনিটে হ্যারি ম্যাগুয়্যারি সমতায় ফেরালেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

৬৪ মিনিটে হ্যারি ম্যাগুয়্যারি সমতায় ফেরালেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

3 / 5
পরিবর্ত হিসেবে নেমে ৭৪ মিনিটে শেফিল্ডের অলিভার বার্কের জয়সূচক গোল। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

পরিবর্ত হিসেবে নেমে ৭৪ মিনিটে শেফিল্ডের অলিভার বার্কের জয়সূচক গোল। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

4 / 5
৪৮ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম জয় শেফিল্ড ইউনাইটেডের। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

৪৮ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম জয় শেফিল্ড ইউনাইটেডের। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

5 / 5
শনিবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের মুখোমুখি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

শনিবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের মুখোমুখি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

Next Photo Gallery