প্যারিস: এ যেন কোনও সিনেমার দৃশ্য। এক পিএসজি (PSG) ফুটবলারের হাত-পা বেঁধে রেখে তাঁর বাড়িতে থেকে একের পর এক মূল্যবান সামগ্রী লুঠ করে পালাল দুষ্কৃতিরা। ইতালির তারকা জিয়ানলুইগি দোনারুম্মার (Gianluigi Donnarumma) বাড়ি থেকে লুঠ হল ৪০৯৯৫২৫০ কোটি টাকার সামগ্রী! এই ঘটনার তদন্ত শুরু করেছে ফ্রান্সের পুলিশ। এখনও কোনও দুষ্কৃতি এই ঘটনার জেরে ধরা পড়েনি। এই ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন জিয়ানলুইগি দোনারুম্মা ও তাঁর বান্ধবী অ্যালেসিয়া এলেফান্তে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দিন তিনেক আগে ফ্রান্সে জিয়ানলুইগি দোনারুম্মার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ইতালির তারকা ফুটবলার জানান, ভোর ৩টের সময় জিয়ানলুইগি দোনারুম্মার বাড়িতে দুষ্কৃতিরা প্রবেশ করে। তাঁকে ও তাঁর বান্ধবী অ্যালেসিয়া এলেফান্তেকে বেঁধে রেখে একের পর এক সামগ্রী লুঠ করতে থাকে দুষ্কৃতিরা। বহু মূল্যবান সামগ্রী লুঠ করেছে দুষ্কৃতিরা। সূত্রের খবর, লুঠ করা সামগ্রীর মধ্যে ছিল বহুমূল্য ঘড়ি, গয়না এবং অন্যান্য জিনিস। যার মূল্য প্রায় ৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা ৪ কোটি ৯ লক্ষ ৯৫ হাজার ২৫০ টাকার সমান। ইতালির ফুটবলার জিয়ানলুইগি দোনারুম্মা জানান, এই ঘটনার তদন্ত করছে পুলিশ। তাই তাঁদের সেই বাড়ি ছেড়ে দিতে হয়েছে। ওই ঘটনার পর এখন জিয়ানলুইগি দোনারুম্মা ও তাঁর বান্ধবী ফ্রান্সের এক হোটেলে থাকছেন। তিনি জানান, এর বেশি তিনি জানাতে পারবেন না। কারণ, পুরো বিষয়টি এখন পুলিশি তদন্তাধীন।
প্রি-সিজন ফ্রেন্ডলির আগে জিয়ানলুইগি দোনারুম্মার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতিদের হামলার সময় অল্পবিস্তর চোটও পেয়েছেন পিএসজির গোলকিপার জিয়ানলুইগি দোনারুম্মা। গত কয়েক বছর ধরে একাধিক পিএসজি তারকা ডাকাতির সম্মুখীন হয়েছেন। জিয়ানলুইগি দোনারুম্মার আগে অ্যাঞ্জেল ডি মারিয়া, মারকুইনহোস, থিয়াগো সিলভা, মাউরো ইকার্দিও ডাকাতের কবলে পড়েছিলেন।