Neymar : রোনাল্ডোকে অনুসরণ নেইমারের? সৌদির ক্লাবের সঙ্গে চুক্তির পথে ব্রাজিলিয়ান!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 13, 2023 | 3:45 PM

পিএসজিতে পাঁচটি বছর কাটানো নেইমারকে নিয়ে উৎসাহিত সৌদি আরবের ক্লাব আল হিলাল (Al Hilal)।

Neymar : রোনাল্ডোকে অনুসরণ নেইমারের? সৌদির ক্লাবের সঙ্গে চুক্তির পথে ব্রাজিলিয়ান!

Follow Us

কলকাতা : লিওনেল মেসি চলে গিয়েছেন। কিলিয়ান এমবাপেও পিএসজি ছাড়ার পথে। লিগ ওয়ানের দলটিকে নেইমারও (Neymar) জানিয়ে দিয়েছেন তাঁর মনের কথা। পিএসজির (PSG) হয়ে আর খেলতে চান না তিনি। পুরাতন ক্লাব বার্সেলোনায় ফেরার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। তবে বার্সা কোচ জাভি হার্নান্ডেজ তাতে উৎসাহ দেখাননি। তাহলে কোথায় যাবেন ব্রাজিলিয়ান তারকা? শোনা যাচ্ছে, পিএসজিতে পাঁচটি বছর কাটানো নেইমারকে নিয়ে উৎসাহিত সৌদি আরবের ক্লাব আল হিলাল (Al Hilal)। ইউরোপ, লাতিন আমেরিকার নামী ফুটবলারদের দলে টানার জন্য এক পায়ে খাড়া সৌদি প্রো লিগের টিমগুলি। ফুটবলাররাও মোটা অঙ্কের প্রস্তাব পায়ে ঠেলতে পারছেন না। নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রও সে পথেই এগোচ্ছেন বলে জোর জল্পনা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

জল্পনার জন্ম দেয় ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানোর একটি টুইট। তিনি জানান, আল হিলাল নেইমার জুনিয়রের জন্য প্রস্তাব দিয়েছে পিএসজিকে। এবং প্রস্তাবের অঙ্কটা বিশাল। নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি নাকি শুধু সময়ের অপেক্ষা। পরে রোমানো আরও একটি টুইটে জানান, পিএসজি এই প্রস্তাবে সম্মত। নেইমারের কাছে কাগজপত্র পাঠানো হয়েছে। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে আল হিলালের পরের ধাপের আলোচনা শুরু হয়েছে। অর্থাৎ সৌদি আরবের ক্লাবটির প্রস্তাব ভেবেচিন্তে দেখছেন তিনি।

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। দলবদলের বাজারে হইচই ফেলে দিয়েছিল সেই চুক্তি। এরপর বিভিন্ন সময়ে নেইমারের পিএসজি ছাড়ার খবর ছড়িয়েছে। শেষমেশ বহাল তবিয়তে ফ্রান্সের ক্লাবটিতে থেকে গিয়েছেন তিনি। তবে এ বার আর জল্পনা নয়। সত্যিই প্যারিস ছাড়ছেন নেইমার। চারগুণ বেতন কমিয়েও স্পেনে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছিলেন। মাঝখান থেকে আল হিলালের বিপুল অর্থের চুক্তির প্রস্তাবে গতিপথ বদলাতে পারেন ব্রাজিলিয়ান।