UEFA Champions League: বুধ রাতের মহারণে মেসিদের মরণবাঁচন লড়াই

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 08, 2023 | 10:00 AM

PSG vs Bayern Munich: আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জিতিয়ে দেশের স্বপ্ন পূরণ করেছেন। পিএসজি সমর্থকদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার গুরুদায়িত্ব এ বার মেসির কাঁধে। লুসেইল হোক বা মিউনিখ, আরও একবার আর্জেন্টাইন সুপারস্টারের বাঁ-পায়ের ম্যাজিক দেখতে তৈরি ফুটবলবিশ্ব।

UEFA Champions League: বুধ রাতের মহারণে মেসিদের মরণবাঁচন লড়াই
Image Credit source: twitter

Follow Us

মিউনিখ: বুধবার রাতে ধুন্ধুমার লড়াই। চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বে মুখোমুখি প্যারিস স্যঁ জ্যঁ-বায়ার্ন মিউনিখ। প্রথম পর্বে ঘরের মাঠে বায়ার্নের কাছে ০-১ হারে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিততেই হবে মেসিদের। অন্তত দু’গোলের ব্যবধানে জিততে প্যারিস স্যঁ জ্যঁ-কে। গোল হজম করলে বিপদ আরও বাড়বে। সোমবারই মিউনিখ পৌঁছে গিয়েছে পিএসজি। প্যারিস ছাড়ার সময়ই দুঃসংবাদ পৌঁছয় শিবিরে। চোটের কারণে ৪ মাস মাঠের বাইরে নেইমার। বায়ার্ন ম্যাচে নেইমারের না থাকার খবর আগেই পেয়ে যান এমবাপেরা। তবে, দীর্ঘ সময় ব্রাজিলিয়ান সুপারস্টারের অনুপস্থিতির খবর মানসিক ভাবে অনেকটাই ধাক্কা দিয়েছে ভেরাত্তিদের। চোট থাকলেও বায়ার্ন ম্যাচের আগে ফিট হয়ে উঠেছেন রাইট ব্যাক হাকিমি। ফলে তাঁকে খেলাতে অসুবিধে নেই পিএসজি কোচ গ্ল্যাটিয়ারের। বিস্তারিত TV9Bangla-য়।

বায়ার্নের মাঠে ম্যাচ। বিপক্ষের ডেরায় মেসিদের চ্যালেঞ্জটা বেশ কঠিন। হাইপ্রোফাইল দল গড়েও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি পিএসজির। গত বছর প্যারিসে পা রেখেই মেসি বলেছিলেন, পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ দিতে চান। গত বছর স্বপ্ন থেমে গিয়েছিল। এ বারও খাদের কিনারায় দাঁড়িয়ে। তবে কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানোর অনেক স্বপ্নই মেসি দেখিয়েছেন। সঙ্গী এ বারে এমবাপে। তাই পিএসজি সমর্থকরা আশ্বস্ত হতেই পারেন।

বায়ার্ন মিউনিখে মুসিয়ালা, লেরয় সানে, ডেভিস, শুপো-মোতিংয়ের মতো ফুটবলাররা আছেন। ঘরের মাঠে খেলার সুবিধেকে কাজে লাগাতে চান নাগেলসম্যানের ছেলেরা। প্রথম পর্বে লাল কার্ড দেখায় ফিরতি পর্বের ম্যাচে নেই বেঞ্জামিন পাভার্ড। চোটের কারণে নেই কিমপেম্বে, রেনাতো স্যাঞ্চেজ। উপামেকানো, ডি লিটরা তৈরি এমবাপে, মেসিদের আক্রমণ সামলাতে।

মেসি এবং এমবাপে এই মরসুমে দু’জনেই ভালো ফর্মে আছেন। চোটের কারণে প্রথম পর্বের প্রি কোয়ার্টার ফাইনালে শুরু থেকে খেলেননি এমবাপে। ৫৭ মিনিটে মাঠে নেমেছিলেন ফরাসি সুপারস্টার। বুধ রাতে মেসি-এমবাপে জুটি প্রথম থেকেই বায়ার্ন বক্সে হানা দিতে তৈরি। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জিতিয়ে দেশের স্বপ্ন পূরণ করেছেন। পিএসজি সমর্থকদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার গুরুদায়িত্ব এ বার মেসির কাঁধে। লুসেইল হোক বা মিউনিখ, আরও একবার আর্জেন্টাইন সুপারস্টারের বাঁ-পায়ের ম্যাজিক দেখতে তৈরি ফুটবলবিশ্ব।

Next Article