Neymar: নেইমারের অস্ত্রোপচার সম্পূর্ণ, কত দিনের জন্য মাঠের বাইরে!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 11, 2023 | 10:44 AM

Surgery: কেরিয়ারে একটা বড় সময় চোটের কারণে ভুগেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সেটা জাতীয় দলের ক্ষেত্রেই হোক কিংবা ক্লাব ফুটবল। এ মরসুমেও চ্য়াম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে পিএসজির। এর মধ্যে বড় ধাক্কা ছিল নেইমারের চোটও।

Neymar: নেইমারের অস্ত্রোপচার সম্পূর্ণ, কত দিনের জন্য মাঠের বাইরে!
Image Credit source: twitter

Follow Us

প্যারিস: গোড়ালির অস্ত্রোপচার সম্পূর্ণ হল নেইমারের। সোশ্যাল মিডিয়া পোস্টে নেইমার খবর দিয়ে লিখেছেন, ‘আরও শক্তিশালী হয়ে ফিরব’। তবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন, এখনই তা বলা সম্ভব নয়। কেরিয়ারে একটা বড় সময় চোটের কারণে ভুগেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সেটা জাতীয় দলের ক্ষেত্রেই হোক কিংবা ক্লাব ফুটবল। এ মরসুমেও চ্য়াম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে পিএসজির। এর মধ্যে বড় ধাক্কা ছিল নেইমারের চোটও। গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে লিলের বিরুদ্ধে লিগামেন্টে চোট পান নেইমার। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন। ক’দিন পরই জানানো হয়, নেইমারের চোট এতটাই গুরুতর, তাঁর অস্ত্রোপচার করাতে হবে। বিস্তারিত আসছে TV9Bangla-য়।

প্রাথমিক ভাবে আন্দাজ করা যায়নি নেইমারের চোট কতটা গুরুতর। ১৯ ফেব্রুয়ারি লিলের বিরুদ্ধে চোটের পরই তাঁকে তুলে নেওয়া হয়। ক’দিন ক্রাচ নিয়েই হাঁটছিলেন। লিগ ওয়ানের ম্য়াচে মাঠে উপস্থিতও থাকছিলেন। এর মধ্যেই জানানো হয়, চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে বায়ার্নের বিরুদ্ধে খেলতে পারবেন না নেইমার এবং তাঁর অস্ত্রোপচার করাতে হবে। বায়ার্নের বিরুদ্ধে প্রথম লেগে ০-১ হেরে পিছিয়ে ছিল পিএসজি। তাও আবার ঘরের মাঠে। ফলে বাড়তি চাপ ছিল পিএসজি শিবিরে। দ্বিতীয় লেগের ম্যাচে নেইমারকে ছাড়াই নামতে হয়। দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্যাচেও হার, এ বারের মতো চ্য়াম্পিয়ন্স লিগে দৌড় শেষ পিএসজির।

চ্যাম্পিয়ন্স লিগে এ মরসুমে দৌড় শেষ হলেও ঘরোয়া লিগ জেতার সুযোগ রয়েছে পিএসজির সামনে। যদিও এ মরসুমে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই। অস্ত্রোপচার প্রসঙ্গে ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘নেইমারের অস্ত্রোপচার সফল হয়েছে।’ দোহার একটি হাসপাতালে নেইমারের অস্ত্রোপচার হয়েছে, এমনটাই জানিয়েছে পিএসজি। তবে কত দিনের জন্য় তাঁকে পাওয়া যাবে না, এ বিষয়ে কোনও ধারনা নেই পিএসজিরও। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রক্রিয়া মেনে এ বার রিহ্য়াব চলবে নেইমারের।’

Next Article