ভুবনেশ্বর: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তারপরই ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইতিহাস গড়ে ফেলবে দেশের ১১জন কিশোরী। ভারতে এই প্রথম বসছে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপের আসর। আয়োজক দেশ হিসেবে স্বাভাবিকভাবেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত। কোচ থমাস ডেনার্বি দীর্ঘদিন ধরে মেয়েদের এই বড় মঞ্চের জন্য তৈরি করেছেন। সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বিশ্বকাপের উদ্বোধনের দিনই মাঠে নামছে ভারত। সামনে শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র। কঠিন পরীক্ষায় নামার আগে দেশবাসীর শুভেচ্ছা পাচ্ছে মেয়েরা। এদিন ভারতীয় ফুটবলের তরফে টুইটারে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বারবার তেরঙার মান উঁচু করেছেন সিন্ধু। তিনি উৎসাহ জোগালেন অষ্টম ওরাওঁদের। ভিডিয়োতে সিন্ধুকে বলতে শোনা গেল, “দেশের অনূর্ধ্ব ১৭ মেয়েদের টিম বিশ্বকাপে অংশ নিতে চলেছে। টুর্নামেন্টের আগে তাদেরকে শুভেচ্ছা জানাই। আমাদের তোমরা গর্বিত করো।”
ইয়ং টাইগ্রেসদের উৎসাহ জোগাতে কলিঙ্গ স্টেডিয়ামে এসেছিলেন সিনিয়র টিমের আশালতা দেবী, অদিতি চৌহান, অঞ্জু তমাদের। বিশ্বকাপ শুরুর আগের দিন অনুশীলনের পর চলে ফোটোসেশন। কোচ থমাস ডেনার্বির মেয়েদের সঙ্গে খুনসুটিতে মাতেন। ম্যাচের দিন সকালে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে অনূর্ধ্ব ১৭ মেয়েদের দলকে। অনুশীলনের পর জমিয়ে নেচেছে সিল্কি দেবী, ভাবিনা দেবীরা। ‘ধন ধনা ধন গোল’ গানে কোমর দোলানো দেখে মনেই হল না আজ তাদের সামনে বড় পরীক্ষা।
.@Pvsindhu1: “Come on India ?? Make us proud ??”#INDUSA ⚔️ #U17WWC ? #BackTheBlue ? #ShePower ? #IndianFootball ⚽️ pic.twitter.com/joioWDCMV6
— Indian Football Team (@IndianFootball) October 11, 2022
যত সময় এগিয়ে আসছে মেয়েদের আরও প্রত্যয়ী মনে হচ্ছে। সাংবাদিক বৈঠকে অধিনায়ক অষ্টম ওরাওঁ-এর কথাবার্তায় সেই আত্মবিশ্বাস ফুটে উঠতে দেখা গিয়েছে। শেষ সাত থেকে আট মাস ধরে কঠিন পরিশ্রম। সেটা যেমন ফুটবল মাঠে তেমনই শরীর ফিট রাখার জন্য জিমে ঘাম ঝরিয়েছে মেয়েরা। চাপা উত্তেজনা তো রয়েছেই। তবে বিশ্বকাপই এখন ধ্যানজ্ঞান অষ্টমদের। এতদিনের পরিশ্রমের ফল মাঠে কতটা ফলে সেটা দেখতেই মুখিয়ে দেশবাসী।
Matchday mood ??#INDUSA ⚔️ #U17WWC ? #BackTheBlue ? #ShePower ? #IndianFootball ⚽️ pic.twitter.com/Rh23FrSfEc
— Indian Football Team (@IndianFootball) October 11, 2022