ভরা গ্যালারিতেই ২০২২ কাতার বিশ্বকাপ

Feb 02, 2021 | 12:08 PM

জেনেভার এক ভার্চুয়াল মিটিংয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, গ্যালারি ভর্তি দর্শক থাকবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে।

ভরা গ্যালারিতেই ২০২২ কাতার বিশ্বকাপ
ভরা গ্যালারিতেই ২০২২ কাতার বিশ্বকাপ। (সৌজন্যে-টুইটার)

Follow Us

জেনেভা: গ্যালারি ভর্তি দর্শক থাকবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022)। এমনটাই জানালেন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (FIFA President Gianni Infantino)। জেনেভার এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি বলেছেন, “আমি নিশ্চিত ২০২২ সালের বিশ্বকাপে একটা ম্যাজিক থাকবে, যা ফুটবলকে করে তুলবে আশ্চর্যজনক। আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে গিয়েই নতুন শুরু করব। ফুটবলকে আরও আকর্ষণীয় করব।”

ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী ফুটবলাররা জরুরি ভিত্তিতে করোনা প্রতিষেধক পাওয়ার আওতায় নেই। ফিফার এক সচেতনতামূলক অভিযানে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যোগদান করেছে। এই অভিযানের কর্মসূচিতে রয়েছে করোনা প্রতিষেধকের সঠিক বণ্টন, চিকিৎসা ও ডায়াগনস্টিক পরীক্ষার ব্যাপারে নজর রাখা।

 

 

ফিফা প্রেসিডেন্ট বলেছেন, “করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের সকলকে একজোট হয়ে লড়তে হবে। আশা করছি, আমাদের অভিযান সফল হবে।” ফুটবলার এবং কোচদের প্রচারমূলক ভিডিয়ো দিয়ে চলতি মাসেই দোহা বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে ফিফা।

Next Article