বেঞ্জেমার জোড়া গোলে রিয়ালের জয়

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Dec 16, 2020 | 1:24 PM

খারাপ সময় কাটিয়ে উঠছে রিয়াল মাদ্রিদ। লা-লিগায় টানা তিনটি ম্যাচ জিতে চ্যাম্পিয়নশিপের দৌড়ে জিনেদিন জিদানের দল।

বেঞ্জেমার জোড়া গোলে রিয়ালের জয়
ম্যাচের নায়ক করিম বেঞ্জেমা।(সৌজন্যে-টুইটার)

Follow Us

মাদ্রিদ: লা লিগায় (La Liga) মঙ্গলবার অ্যাথলেটিক বিলবাওকে (Athletic Bilbao) ৩-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। লিগ শীর্ষে থাকা দলকে হারাতে সব থেকে বড় ভূমিকা নিলেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা (Karim Benzema)। জোড়া গোল করলেন তিনি। একটি গোল টনি ক্রুজের।  ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩ নম্বরে রয়েছে জিদানের দল।

ম্যাচে শেষে রিয়াল কোচ জিদান (Zinedine Zidane) বলেন, “শেষ ৩ ম্যাচে আমরা জিতেছি। এই ম্যাচটা কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা ৩ পয়েন্ট নিতে পেরেছি। ম্যাচ শেষে আমি খুশি।”

ম্যাচের নায়ক করিম বেঞ্জেমা খেলা শেষে বলেন, “আমি মনে করি আমরা ভালো খেলেছি। ম্যাচটা খুব কঠিন ছিল। কারণ আমাদের প্রতিপক্ষ একটা ভালো দল। আমরা একসাথে ভালো খেলছি। ম্যাচ শেষে ৩ পয়েন্ট জেতাটা খুব গুরুত্বপূর্ণ।”

বর্তমানে দুরন্ত ফর্মে আছেন এই ফরাসি স্ট্রাইকার। কিন্তু এখনও জাতীয় দলে আর ডাক পান না তিনি। কোচের সঙ্গে মনোমালিন্যের জন্যই জাতীয় দলের জার্সিতে দেখা যায় না বেঞ্জেমাকে। সেটা নিয়ে মাঝামাঝেই আক্ষেপ ঝরে পরে বেঞ্জামার কথায়। ফুটবল মহলের মতে জাতীয় দলে আবার ডাক পাওয়া উচিত এই স্ট্রাইকারের।

Next Article