White Card: ফুটবলে নতুন ইতিহাস! লাল, হলুদের পর এ বার সাদা কার্ড!

Football: লাল ও হলুদ কার্ডের উপর নির্ভর করে শাস্তির মাত্রা। এই দুটো কার্ডের ভূমিকা সেই ১৯৭০ সাল থেকে দেখা যাচ্ছে। এ বার থেকে ফুটবলে ঢুকে পড়ল সাদা কার্ডও (White Card)।

White Card: ফুটবলে নতুন ইতিহাস! লাল, হলুদের পর এ বার সাদা কার্ড!
ফুটবলে নতুন ইতিহাস! লাল, হলুদের পর এ বার সাদা কার্ড!

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 23, 2023 | 2:13 PM

কলকাতা: এতদিন ফুটবলে (Football) লাল আর হলুদ কার্ডেরই প্রাধান্য ছিল। মাঠ ও মাঠের বাইরে ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফদের আচরণের উপর নির্ভর করত রেফারির শাস্তি। ফাউলের রকমফের, মারামারি, রেফারির সিদ্ধান্ত মানতে নারাজ— এমন অনেক কিছুর উপর নির্ভর করে লাল, নাকি হলুদ কার্ড দেখানো হবে। লাল ও হলুদ কার্ডের উপর নির্ভর করে শাস্তির মাত্রা। এই দুটো কার্ডের ভূমিকা সেই ১৯৭০ সাল থেকে দেখা যাচ্ছে। এ বার থেকে ফুটবলে ঢুকে পড়ল সাদা কার্ডও (White Card)। লাল ও হলুদ কার্ডের মতো সাদা কার্ডও প্রয়োজন মতো দেখাতে পারবেন রেফারি। আর এই সাদা কার্ডের প্রথম অস্তিত্ব দেখে ফেলল ফুটবল পর্তুগাল লিগের একটা ম্যাচে। মেয়েদের লিগে বেনফিকা ও স্পোর্টিং লিসবনের ডার্বি ম্যাচে রেফারি দেখালেন বিশ্ব ফুটবলের প্রথম সাদা কার্ড! এই কার্ড কেন? পেশাদার ফুটবলে এর গুরুত্বই বা কী? তুলে ধরল TV9 Bangla

শনিবারের ডার্বি ম্যাচে লিসবনের বিরুদ্ধে ৩-০ এগিয়ে ছিল বেনফিকা। প্রথমার্ধের শেষ দিকে ঘটে একটা অঘটন। ডাগ আউটে বসে থাকা একজন হঠাৎই অসুস্থ বোধ করেন। দুটো টিমেরই মেডিক্যাল স্টাফরা তাঁর জন্য এক জোট হয়ে ঝাঁপিয়ে পড়েন। ঠিক তখনই রেফারি দেখিয়েছিলেন সাদা কার্ড। লিসবনের স্টেডিয়াম এস্তাদিও দা লুজ়ে হাজির থাকা সমর্থকরা রেফারিকে সাদা কার্ড তুলে ধরতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন প্রাথমিক ভাবে। পরে তাঁরাও ইতিহাসের সাক্ষী থাকতে পেরে আপ্লুত।

ফুটবল ম্যাচে সাদা কার্ডের গুরুত্ব কোথায়? ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। এই খেলার প্রতি মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য বেশ কিছু নতুন নিয়ম ফিফা নিয়েছে। কনকাশন পরিবর্তের মতো সাদা কার্ডও এসেছে। ফুটবলে এই সাদা কার্ডের অর্থ হল, খেলার মূল্যবোধকে আরও বাড়ানো। স্পোর্টসম্যান স্পিরিটকেও সেই সঙ্গে গুরুত্ব দেওয়া। বেনফিকা ও লিসবন খেলতে নামলেও তারা যে একজনের শারীরিক অসুস্থতাকে বেশি গুরুত্ব দিয়েছিল, তার প্রশংসা করার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্যই এই সাদা কার্ড দেখানো হয়েছে। মানবিকতা খেলার উর্ধ্বে, সেই মূল্যবোধকেই প্রতিষ্ঠা করতে চাইছে ফিফা ও তার সহযোগী দেশগুলো।