Ronaldinho’s Son: বাবার পদাঙ্ক অনুসরণ, বার্সেলোনায় সই করলেন রোনাল্ডিনহোর ছেলে

Joao Mendes: ব্রাজিলিয়ান সিরি বি ক্লাব ক্রুজেরিওর হয়ে খেলতেন মেন্দেস। এ বার তাঁর ঠিকানা স্পেন।

Ronaldinho’s Son: বাবার পদাঙ্ক অনুসরণ, বার্সেলোনায় সই করলেন রোনাল্ডিনহোর ছেলে

| Edited By: তিথিমালা মাজী

Mar 03, 2023 | 7:00 AM

বার্সেলোনা: একেই বলে বাপ কা বেটা। বড় হয়ে বাবার মতোই ফুটবলার হতে চায় রোনাল্ডিনহোর (Ronaldinho) ছেলে হোয়াও মেন্দেস। ১৮ বছরের মেন্দেস বাবার পদাঙ্ক অনুসরণ করে বার্সেলোনার যুব দলে সই করেছেন। রোনাল্ডিনহোর একসময়ের ক্লাব বার্সেলোনায় ট্রায়াল দিয়েছিলেন মেন্দেস। গত জানুয়ারি মাসে বেশ কয়েক সপ্তাহ ধরে চলেছে ট্রায়াল। অনূর্ধ্ব ১৯ দলে ট্রায়াল দিয়েই মুগ্ধ করেন রোনাল্ডিনহো-পুত্র (Ronaldinho’s Son)। বার্সা কোচ জাভিও মেন্দেসের ট্রায়াল দেখেছেন। তাঁর গ্রিন সিগন্যাল মিলতেই আগামীর ফুটবল ভবিষ্যৎ গড়তে স্পেনের বিখ্যাত ক্লাবের হয়ে খেলার সুযোগ দিয়েছে এফসি বার্সেলোনা (FC Barcelona)। ব্রাজিলিয়ান সিরি বি ক্লাব ক্রুজেরিওর হয়ে খেলতেন মেন্দেস। এ বার তাঁর ঠিকানা স্পেন। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ছেলে বার্সেলোনায় সই করায় ভীষণ খুশি রোনাল্ডিনহো। তিনি বলেন, “ক্লাবের সঙ্গে আমার এখনও গভীর সম্পর্ক। ছেলে এই ক্লাবে প্রশিক্ষণ নেবে এটা জেনে আমি খুশি। আমি কোনওদিন নিজেকে এই ক্লাবের বাইরের বলে মনে করি না। বার্সেলোনারই জীবনের অংশ। যেখানে যাই সেখানেই বার্সেলোনাকে নিয়ে যাই। বার্সেলোনায় আমার ছেলে খেলবে। এরপর ক্লাবে আমার উপস্থিতি আরও বেড়ে যাবে।” রোনাল্ডিনহোর প্রাক্তন স্ত্রী নাতালিয়া মেন্দেসের ছেলে হোয়াও।

২০০৩ সাল থেকে ২০০৮ পর্যন্ত ক্যাম্প ন্যুতে কাটিয়েছেন রোনাল্ডিনহো। স্প্যানিশ জায়ান্টসের হয়ে ২০০ ম্যাচে একশোর কাছাকাছি গোল রয়েছে তাঁর। বার্সেলোনার হয়ে দুটি লা লিগা খেতাব ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির রয়েছে ব্রাজিলিয়ান ফুটবলারের। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রোনাল্ডিনহো।