Lionel Messi : ব্যালন ডি’অর জিতবেন মেসিই, ভবিষ্যদ্বাণী রোনাল্ডোর!
ট্রেবল জয়ী ম্যাঞ্চেস্টার সিটির আর্লিং হালান্ড নন, এ বারের ব্যালন ডি'অর উঠবে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির হাতে। ভবিষ্যদ্বাণী করলেন রোনাল্ডো।
কলকাতা: কার হাতে উঠবে এ বারের ব্যালন ডি’অর? আপাতত এই প্রশ্ন ঘুরছে ফুটবলপ্রেমীদের মনে। আগামী ৩০ অক্টোবর প্যারিসে এক ঝাঁ চকচকে অনুষ্ঠানের পর ব্যালন ডি’অর (Ballon D’or) পুরস্কার তুলে দেওয়া হবে কোনও এক ফুটবলারের হাতে। সেই ফুটবলারটি কে? মনোনীতদের নামের তালিকা ঘোষিত হওয়ার কথা আগামী ৬ সেপ্টম্বর। এই তালিকায় প্রবলভাবে রয়েছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি (Lionel Messi)।কাতারে ফুটবল বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন মহাতারকার হাতেই ব্যালন ডি’অর উঠবে, আশায় তাঁর অনুরাগীরা। তবে মেসির অষ্টম ব্যালন ডি’অর জয়ের পথে বড় বাধা একজন। মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নরওয়ের ফুটবলার আর্লিং হালান্ড (Erling Haaland)। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ট্রেবল জিতেছেন হালান্ড। ২০২২-২৩ মরসুমে সিটির হয়ে তাঁর গোলসংখ্যা ৫২। গুয়ার্দিওলার দলের গোলমেশিন নাকি বিশ্বকাপজয়ী মেসি, কার হাতে উঠবে ২০২২-২৩ মরসুমে সেরা ফুটবলারের সম্মান? জানিয়ে দিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনাল্ডো নাজারিও। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা কেরিয়ারে দু’বার ব্যালন ডি’অর জিতেছেন। তিনি বেছে নিলেন এই পুরস্কার জয়ের এ বারের সম্ভাব্য ফুটবলারকে। ট্রেবল জিতে ব্যালন ডি’অর জয়ের দিকে এক পা বাড়িয়ে রাখলেও হালান্ডের হাতে পুরস্কার দেখছেন না ব্রাজিলের কিংবদন্তি। বরং মেসিকেই বেছে নিয়েছেন তিনি। রোনাল্ডো বলেন, “এ বারের ব্যালন ডি’অর জয়ের যোগ্য মেসি। আমার মতে, ওর মাথাতেই মুকুট উঠবে। কারণ ও বিশ্বকাপ জিতেছে। এটা অনেক বড় টুর্নামেন্ট।” ৩৩ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন মেসি। টুর্নামেন্টে ৭টি গোল ও ৩টি অ্যাসিস্ট। জিতেছেন গোল্ডেন বল। এর পাশাপাশি পিএসজির হয়ে ১৬টি গোল ও সমসংখ্যক অ্যাসিস্ট করেছেন। পিএসজির হয়ে জিতেছে লিগ ওয়ান খেতাব।
পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন মেসি। আমেরিকায় খেলার অর্থ হল পরের মরসুম থেকে ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত হওয়ার যোগ্য হবেন না মেসি। অষ্টম বার এই পুরস্কার জিততে পারলে মেসিকে শেষবারের জন্য ব্যালন ডি’অর হাতে দেখবে ফুটবল বিশ্ব।