Russia vs Ukraine: একই হোটেলে দুই ক্লাব, মারামারিতে জড়ালেন রাশিয়া-ইউক্রেনের ফুটবলাররা!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 15, 2023 | 1:57 PM

দুই দেশের মধ্যে রাজনৈতিক অবস্থা যে এখনও টালমাটাল হয়ে রয়েছে তা প্রমাণ করল দুই দেশের দুটি ফুটবল ক্লাব ও একগুচ্ছ ফুটবলার।

Russia vs Ukraine: একই হোটেলে দুই ক্লাব, মারামারিতে জড়ালেন রাশিয়া-ইউক্রেনের ফুটবলাররা!
Image Credit source: Twitter

Follow Us

আনকারা: গত দীর্ঘ এক বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের (Russia vs Ukraine) মধ্য যুদ্ধ হয়ে চলেছে। গত বছর এই ফেব্রুয়ারি মাসেই ইউক্রেনের উপর হামলা চালায় রাশিয়া। হামলার তীব্রতায় বহু অঞ্চল ধ্বংসাবশেষে পরিণত হয় ভ্লাদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) দেশ। এখন প্রায় একবছর পর আবার সেই হামলার প্রতিচ্ছবি উঠতে দেখা গেল দুই দেশের ফুটবলারদের মধ্যে। নাহ, মাঠের মধ্যে ফুটবল ম্যাচে নয়, একটি হোটেলে দুই দেশের ফুটবলাররা জড়িয়ে পড়লেন মারামারিতে। দুই দেশের মধ্যে রাজনৈতিক অবস্থা যে এখনও টালমাটাল হয়ে রয়েছে তা প্রমাণ করল দুই দেশের দুটি ফুটবল ক্লাব ও একগুচ্ছ ফুটবলার। এই ঘটনার পেছনে কারণ কী? তুলে ধরল TV9 Bangla

গত সপ্তাহে বিধ্বংসী ভূমিকম্পের সাক্ষী থেকেছে তুরস্ক ও সিরিয়া। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৪০,০০০ এর গন্ডি পার করেছে। শঙ্কিত গোটা পৃথিবী। সেই ভূমিকম্প থেকে রক্ষে পাওয়ার জন্য রাশিয়ান ক্লাব শিনিক ইয়রোস্লোভ ও ইউক্রেনীয় ক্লাব এফসি মিনাজের খেলোয়াড়রা তুরস্কের একটি হোটেলে রয়েছেন। অভিযোগ এই যে, মিনাজের খেলোয়াড়রা হোটেল কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করার পর রাশিয়ান খেলোয়াড়কে নিয়ে মন্তব্য করলে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এ বিষয়ে ইউক্রেনের একটি টুইটার অ্যাকাউন্ট জরিয়া লন্ডনস্কের মতে, “রাশিয়ান কিছু ফুটবলাররা মদ্যপান করেছিলেন। তার জেরেই গালিগালাজ করছিলেন। কিন্তু তাঁরা অভব্য আচরণের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেন। এই কারণেই এক ফুটবলারকে ঘুষি মারেন ইউক্রেনের এক ফুটবলার। তখনই দুটো টিমের প্লেয়াররা মারামারিতে জড়িয়ে পড়েন।”

রাশিয়ার এক মিডিয়া দাবি করেছে যে, এই হাতাহাতির ফলস্বরূপ তাদের ক্লাবের চার ফুটবলারদের শরীরের হাড় ভেঙে গিয়েছে। যদিও পরে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশকে ডাকা হয় এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এরকম ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যে ফুটবলাররা এইরকম একটি ঘটনাই পারস্পরিক বিবাদে জড়িয়ে পড়বেন তা সত্যিই অপ্রত্যাশিত।

এ দিকে, এফসি মিনাজের পক্ষে পেশ করা বিবৃতিতে এ কথা সম্পূর্ণরূপে স্বীকার করেছে ইউক্রেনীয় এই ক্লাবটি। তাদের বিবৃতি থেকেও একই তথ্য উঠে এসেছে যে রাশিয়ান ফুটবলাররা মদ্যপ অবস্থায় অভব্য আচরণ করেন এবং তাদের প্রতি উস্কানিমূলক মন্তব্য করেন মিনাজের প্লেয়াররা। রাশিয়ান এক সংবাদমাধ্যম সূত্রে এমনটাও জানানো হয়েছে যে, মিনাজ খেলোয়াড়রা শিনিক খেলোয়াড়দের ইউক্রেনের জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য করেছিলেন। লিফটে মারধরও করা হয় শিনিক টিমের প্লেয়ারদের। সবমিলিয়ে পরিস্থিতি বেশ গম্ভীর। দুই দেশের মধ্যের এই অশান্তি আবারও খবরের শীর্ষে আসায় বেশ চাপানউতোর শুরু হয়েছে বিশ্ব রাজনীতিতে।

Next Article