India vs Kuwait, Sandesh Jhingan: কুয়েত ম্যাচের আগে ঝিঙ্গানের সন্দেশ, ‘স্কাই ইজ দ্য লিমিট’

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 03, 2023 | 11:00 PM

SAFF Football 2023: কুয়েতের বিরুদ্ধে সাময়িক একটা ভুল আনোয়ারের আত্মবিশ্বাসে ছাপ ফেলেছিল। অধিনায়ক সুনীল ছেত্রী, সিনিয়র প্লেয়ার এবং বাকি সতীর্থরা যে ভাবে পাশে দাঁড়িয়েছিলেন, আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আনোয়ার। লেবাননের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে পারফরম্যান্সই এর প্রমাণ।

India vs Kuwait, Sandesh Jhingan: কুয়েত ম্যাচের আগে ঝিঙ্গানের সন্দেশ, স্কাই ইজ দ্য লিমিট
Image Credit source: twitter

Follow Us

বেঙ্গালুরু: আর একটা ধাপ। আরও একটা ট্রফির সামনে ভারত। কিছুদিন আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারতীয় ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী কাল কুয়েতের বিরুদ্ধে নামছেন সুনীল ছেত্রীরা। ফাইনালের আগে বড় স্বস্তি অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান পাওয়া। কার্ড সমস্যায় সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে খেলতে পারেননি সন্দেশ। লেবাননের বিরুদ্ধে টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ফাইনালের আগে কী বলছেন অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সাফের গ্রুপ পর্বে শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে খেলেছে ভারত। সুনীল ছেত্রীর গোলে এগিয়েছিল। যদিও শেষ মুহূর্তে তরুণ ডিফেন্ডার আনোয়ার আলির আত্মঘাতী গোলে জয় হাতছাড়া হয়। রক্ষণে আনোয়ারের অভিজ্ঞ সঙ্গী সন্দেশ অবশ্য সেই ম্যাচ নিয়ে ভাবতে নারাজ। নজরে এখন ফাইনাল। ভারতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার বলছেন, ‘কুয়েত খুবই ভালো দল। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাদের নজর এই ম্যাচেই। দল হিসেবে ভালো পারফর্ম করছি। আমাদের বর্তমান দলটির জন্য স্কাই ইজ দ্য লিমিট।’ কুয়েতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে খেলেছিলেন সন্দেশ। প্রতিপক্ষ সম্পর্কে অনেকটাই জেনে নিতে পেরেছেন। ভারতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার বলছেন, ‘টেকনিকের দিক থেকে ওরা খুবই শক্তিশালী। ফিফা ক্রমতালিকা (১৪১) দেখে ওদের বিচার করা যাবে না। আমরা যদি ১০ সেকেন্ডের জন্যও ভুল করি, সেই সুযোগে গোল করে দেবে।’

গ্রুপ পর্বে পাকিস্তান ও কুয়েত ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন। সে কারণে সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে খেলতে পারেননি সন্দেশ ঝিঙ্গান। ফাইনালে নামার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় ডিফেন্সের স্তম্ভ। কতটা উতলা, কথাতেই পরিষ্কার। সন্দেশ বলছেন, ‘লেবাননের বিরুদ্ধে খেলতে না পারায় মাঠকে মিস করেছি। কখনোই বড় ম্যাচ মিস করতে চাই না। আমার অনুপস্থিতিতে দল দারুণ পারফর্ম করেছে। আমি মিস করলেও দল আমাকে মিস করেছে মনে হয়নি। এটি খুবই ইতিবাচক দিক। মেহতাব সিং-আনোয়ার এবং পুরো রক্ষণ ভাগ দারুণ পারফর্ম করেছে। সবটাই টিম গেম। ব্যক্তিগত ভাবে আত্মবিশ্বাসী ছিলাম, আমরা ফাইনালে উঠবোই।’

কুয়েতের বিরুদ্ধে সাময়িক একটা ভুল আনোয়ারের আত্মবিশ্বাসে ছাপ ফেলেছিল। অধিনায়ক সুনীল ছেত্রী, সিনিয়র প্লেয়ার এবং বাকি সতীর্থরা যে ভাবে পাশে দাঁড়িয়েছিলেন, আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আনোয়ার। লেবাননের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে পারফরম্যান্সই এর প্রমাণ। আনোয়ারকে প্রশংসায় ভরিয়ে দিলেন সন্দেশ। বলছেন, ‘আনোয়ার কতটা কঠিন পরিস্থিতি থেকে মাঠে ফিরেছে আমরা সকলেই জানি। মানসিক কাঠিন্য না থাকলে সর্বোচ্চ স্তরে ফেরা যায় না। ওর পরিবার যে ভাবে পাশে থেকেছে, তাদেরও কৃতিত্ব দিতে হবে। আনোয়ার দুর্দান্ত পারফর্ম করছে।’

Next Article