Igor Stimac: পাকিস্তান ম্যাচে লাল-কার্ড, নির্বাসিত ভারতীয় দলের কোচ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 23, 2023 | 7:54 PM

SAFF Football 2023: গত ম্যাচে স্টিমাচ মাঠ ছাড়ার পর দায়িত্বে ছিলেন সহকারি কোচ মহেশ গাওলি। আগামী কাল নেপালের বিরুদ্ধে ম্যাচেও বেঞ্চে থাকবেন মহেশ গাওলি।

Igor Stimac: পাকিস্তান ম্যাচে লাল-কার্ড, নির্বাসিত ভারতীয় দলের কোচ
Image Credit source: twitter

Follow Us

বেঙ্গালুরু: বড় জয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে ভারত। প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়েছে। অধিনায়ক সুনীল ছেত্রী হ্যাটট্রিক করেন। আর একটি গোল উদান্ত সিংয়ের। ভারতের ছন্দ কিছুটা হলেও কাটে প্রথমার্ধের শেষ দিকে। রেড কার্ড দেখে টেকনিকাল এরিয়া ছাড়তে হয় ভারতের হেড কোচ ইগর স্টিমাচকে। তাঁকে এক ম্যাচের নির্বাসন দেওয়া হল সাফের তরফে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পাকিস্তান ম্যাচে বিরতির কিছুক্ষণ আগে একটি থ্রো ইন নিয়ে বিতর্কের সূত্রপাত। পাক ফুটবলার আব্দুলা ইকবাল থ্রো-ইন নিতে গেলে রাগের মাথায় তাঁর হাত থেকে বল ফেলে দেন ভারতের হেড কোচ। দু-দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ভারত অধিনায়ক সুনীল ছেত্রী পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনেন। তবে কোচকে শাস্তির হাত থেকে আটকানো সম্ভব ছিল না। নেপালের রেফারি প্রজ্জ্বল ছেত্রী রেড কার্ড দেখান ইগর স্টিমাচকে। পাকিস্তান কোচকেও হলুদ কার্ড দেখানো হয়।

রেড কার্ডের ক্ষেত্রে অন্তত এক ম্যাচের নির্বাসন দেওয়া হয়। অপরাধ গুরুতর হলে শাস্তির সময় বাড়তেও পারে। ইগর স্টিমাচকে এক ম্যাচেরই নির্বাসন দেওয়া হল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সচিব আনওয়ারুল হক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘ইগর স্টিমাচকে এক ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছে। এর বেশি শাস্তি হচ্ছে না। তাঁর অপরাধ ততটা গুরুতর নয়। সে কারণে শৃঙ্খলা কমিটিতেও যাচ্ছে না বিষয়টি।’

গ্রুপে ভারতের তৃতীয় ম্যাচ মঙ্গলবার কুয়েতের বিরুদ্ধে। সেই ম্যাচ থেকেই বেঞ্চে থাকতে পারবেন হেড কোচ ইগর স্টিমাচ। গত ম্যাচে স্টিমাচ মাঠ ছাড়ার পর দায়িত্বে ছিলেন সহকারি কোচ মহেশ গাওলি। আগামী কাল নেপালের বিরুদ্ধে ম্যাচেও বেঞ্চে থাকবেন মহেশ গাওলি।