India vs Kuwait: সাফ চ্যাম্পিয়নশিপে গুরপ্রীতের হাতে ভারতের ‘নব-রত্ন’
SAFF Football 2023 FINAL: উদান্ত সিং শট মিস করায় সাডেন ডেথে গড়ায়। কুয়েত ক্যাপ্টেনের শট আটকে দেন গুরপ্রীত। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় ভারতের।
ট্রফি জয়ের হ্যাটট্রিকের সুযোগ ভারতের সামনে। কিন্তু প্রথমে গোল খাওয়ায় বড় ধাক্কা ভারতীয় শিবিরে। সাফ চ্যাম্পিয়নশিপের আগে ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেই টুর্নামেন্টে একটিও গোল খায়নি। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম দু-ম্যাচেও ক্লিনশিট ছিল। গ্রুপ পর্বে এই কুয়েতের বিরুদ্ধেই ক্লিনশিট রাখা যায়নি। শেষ মুহূর্তে আত্মঘাতী গোল হয়েছিল। ফাইনালে ম্যাচের ১৪ মিনিটে কুয়েতকে এগিয়ে দেন শাবায়েব আলখাদির। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বর্তমান ভারতীয় দল ভেঙে পড়ার মতো নয়। অভিজ্ঞ সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গানদের পাশাপাশি একঝাঁক তরুণ ফুটবলার। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এ দিনই বর্ষসেরা ফুটবলার ঘোষণা হল। পুরুষদের ফুটবলে বর্ষসেরার পুরস্কার জিতেছেন লালিনজুয়ালা ছাংতে। ৩৮ মিনিটে তাঁর গোলেই সমতা ফেরায় ভারত। ম্যাচের ৩৮ মিনিটে অনবদ্য টিম গেম। আশিক কুরুনিয়ান থেকে সুনীল ছেত্রী। তিনি পাস দেন সাহাল আব্দুল সামাদকে। সাহালের সামনেই গোলরক্ষক। ফলে ডান দিকে স্কোয়ার পাস খেলেন। জালে বল জড়াতে ভুল করেননি ছাংতে।
কার্ড সমস্যা কাটিয়ে ফাইনালে ডিফেন্সে ফিরেছিলেন সন্দেশ। তবে ম্যাচের মাঝপথে চোট পেয়ে বেরিয়ে যেতে হয় আনোয়ার আলিকে। সন্দেশের সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে যোগ দেন মেহতাব সিং। দ্বিতীয়ার্ধে জোড়া পরিবর্তন করে ভারত। নাওরেম মহেশ এবং রোহিত কুমারকে নামানো হয়। নির্ধারিত সময়ে স্কোর লাইন ১-১ থাকে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ফয়সালা না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে টাইব্রেকারে অনবদ্য একটা সেভ করেছিলেন। শেষ অবধি ৪-২ ব্যবধানে জিতেছিল ভারত।
টাইব্রেকারে ম্যাচ গড়ানোয় গুরপ্রীতের জন্য আত্মবিশ্বাসী ছিল ভারত। কুয়েতের প্রথম শট আটকে দেন গুরপ্রীত। ভারতের জয় তখন খুব কাছে। যদিও উদান্ত সিং শট মিস করায় সাডেন ডেথে গড়ায়। কুয়েত ক্যাপ্টেনের শট আটকে দেন গুরপ্রীত। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় ভারতের। ইম্ফলে ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপের পর সাফ চ্যাম্পিয়নশিপ, ট্রফির হ্যাটট্রিক ভারতের। সাফ চ্যাম্পিয়নশিপে ১৩ বার ফাইনাল খেলে নবম ট্রফি।