Indian Football: ফুটবলে আজ ভারত-পাকিস্তান, বিউটিফুল গেমের অপেক্ষায় বেঙ্গালুরু

IND vs PAK, SAFF Football 2023: পারফরম্যান্স হোক বা পরিসংখ্যান, ভারত অনেকটাই এগিয়ে। কিন্তু হাইভোল্টেজ ম্যাচে প্রতিপক্ষকে হালকা নিতে নারাজ ভারতীয় শিবির। ফিফা ক্রমতালিকায় পাকিস্তান ১৯৫ নম্বরে।

Indian Football: ফুটবলে আজ ভারত-পাকিস্তান, বিউটিফুল গেমের অপেক্ষায় বেঙ্গালুরু
Image Credit source: AIFF

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 21, 2023 | 8:00 AM

বেঙ্গালুরু: ভারত বনাম পাকিস্তান। যে খেলাতেই হোক, উত্তেজনা একটুও কমে না। হয়তো সে কারণেই ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ বলতে পারছেন, ফিফা ব়্যাঙ্কিং ভুলে যাওয়ার কথা। সদ্য ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারত। টুর্নামেন্টে একটিও গোল খায়নি। ফাইনালে লেবাননের মতো শক্তিশালী দলকে ২-০ ব্যবধানে হারানো যেন ভারতীয় ফুটবলে একটা উদাহরণ মাত্র। এ বার সামনের দিকে এগনোর পালা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল এবং কুয়েত। গ্রুপ বি-তে বাংলাদেশ, মলদ্বীপ, ভুটান এবং লেবানন। আজ শুরু টুর্নামেন্ট। দিনের প্রথম খেলায় মুখোমুখি হতে চলেছে গ্রুপ এ-র বাকি দুটি দল নেপাল ও কুয়েত। তবে অপেক্ষা সন্ধে সাড়ে ৭ টার। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান।

পারফরম্যান্স হোক বা পরিসংখ্যান, ভারত অনেকটাই এগিয়ে। কিন্তু হাইভোল্টেজ ম্যাচে প্রতিপক্ষকে হালকা নিতে নারাজ ভারতীয় শিবির। ফিফা ক্রমতালিকায় পাকিস্তান ১৯৫ নম্বরে। মরিশাসে চারদেশীয় প্রতিযোগিতায় তিন ম্যাচেই হেরেছে পাকিস্তান। তবে ব়্যাঙ্কিং দিয়ে যে মাঠে সবসময় জেতা যায় না কন্টিনেন্টাল কাপের ফাইনাল তার প্রমাণ। ফিফা ক্রমতালিকায় এগিয়ে থাকা লেবাননকে ২-০ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতেছে ভারত। সাফের শুরুতে ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ বলছেন, ‘ব়্যাঙ্কিং নিয়ে কথা না বলাই ভালো। অ্যাওয়ে ম্যাচে খেলছিল। কেনিয়ার কাছে হারলেও দুর্দান্ত খেলেছে পাকিস্তান। ওদের ৬-৭ জন প্লেয়ার বিদেশের ক্লাবে খেলে বেড়ে উঠেছে।’

পাকিস্তান টিম অবশ্য ভিসা সমস্যায় পড়েছিল। তার জন্য পাকিস্তান স্পোর্ট বোর্ডকেই দায়ি করেছে সে দেশের ফুটবল সংস্থা। সাফ কাপে খেলার অনুমতিপত্র দিতে করেছিল স্পোর্টস বোর্ড। সে কারণেই ভিসা পেতে দেরি হয়। মরিশাস থেকে ভারতে আসার বিমান মিস করেছিল পাকিস্তান। তবে সমস্যা মিটেছে। আজ কান্তিরাভা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস একটা ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

ভারত বনাম পাকিস্তান, সন্ধে ৭.৩০, ফ্যানকোড-এ সরাসরি সম্প্রচার