AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gurpreet Singh Sandhu: টানা দু-ম্যাচে টাইব্রেকার নায়ক, তবু সেরা নন গুরপ্রীত!

SAFF Football 2023 FINAL: ভারত অধিনায়ক সুনীল ছেত্রী অবশ্য ব্যক্তিগত দুটি পুরস্কারও জিতলেন। এ বারের সাফ চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি গোল সুনীলের। গোল্ডেন বুট জিতলেন তিনি। টুর্নামেন্ট সেরাও হলেন সুনীল।

Gurpreet Singh Sandhu: টানা দু-ম্যাচে টাইব্রেকার নায়ক, তবু সেরা নন গুরপ্রীত!
Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 2:43 AM
Share

রেকর্ড নবম বার সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব জিতল ভারত। সব মিলিয়ে ১৩ বার ফাইনাল খেলেছে। টুর্নামেন্টে অন্যতম সেরা পারফরম্যান্স ভারতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর। বিশেষ করে বলতে হয় সেমিফাইনাল এবং ফাইনালের কথা। যদিও টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নন গুরপ্রীত! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সেমিফাইনালে শক্তিশালী লেবাননের বিরুদ্ধে নেমেছিল ভারত। নির্ধারিত সময়ে ম্যাচের ফল না হওয়ায় অতিরিক্ত সময় গড়ায় ম্যাচ। সেখানেও অবশ্য ফল হয়নি। অবশেষে টাইব্রেকার। গুরপ্রীতের অনবদ্য পারফরম্যান্স। ভারত ৪-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছিল। ফাইনালে কুয়েতের বিরুদ্ধে ব্য়াকফুটে ছিল ভারত। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় কুয়েত। ৩৯ মিনিটে সমতা ফেরান লালিনজুয়ালা ছাংতে। নির্ধারিত সময়ে এবং অতিরিক্ত সময়ে দুর্দান্ত দুটি সেভ করেন গুরপ্রীত। টাইব্রেকারে প্রথম শটই আটকে দেন। ভারত অ্যাডভান্টেজ ছিল সে কারণেই।

উদান্ত সিং মিস করায় ম্যাচে ফের টুইস্ট। সাডেন ডেথে কুয়েত অধিনায়কের শট আটকে ভারতের জয় নিশ্চিত করেন গুরপ্রীত। যদিও টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন বাংলাদেশের আনিসুর রহমান জিকো। সে কারণেই প্রশ্ন উঠছে।

ভারত অধিনায়ক সুনীল ছেত্রী অবশ্য ব্যক্তিগত দুটি পুরস্কারও জিতলেন। এ বারের সাফ চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি গোল সুনীলের। গোল্ডেন বুট জিতলেন তিনি। টুর্নামেন্ট সেরাও হলেন সুনীল। বিজয়ী দল হিসেবে ভারতের আর্থিক পুরস্কার ৫০ হাজার মার্কিন ডলার।