EURO 2020 : একদিনে মৃত্যু ১১০, তবুও সেন্ট পিটার্সবার্গে হবে ইউরোর ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jun 29, 2021 | 6:05 AM

শুক্রবার এই সেন্ট পিটার্সবার্গেই কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও সুইৎজারল্যান্ড ।  দুই দলই রূদ্ধশ্বাস প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলে এখানে শেষ আটের লড়াইয়ে নামবে।

EURO 2020 : একদিনে মৃত্যু ১১০, তবুও সেন্ট পিটার্সবার্গে হবে ইউরোর ম্যাচ
করোনা সংক্রমণ বাড়লেও হেলদোল নেই সেন্ট পিটার্সবার্গ কর্তৃপক্ষের

Follow Us

সেন্ট পিটার্সবার্গঃ করোনা(COVID19) বনাম ইউরো(EURO 2021)। তর্ক চলছে চলবে। করোনা সংক্রমণ ফের বাড়লেও ইউরো বন্ধের নামগন্ধ করছেনা উয়েফা। এবার করোনা সংক্রমণে রেকর্ড গড়ল সেন্ট পিটার্সবার্গ (SAINT PETERSBURG)। তবুও শুক্রবার হতে চলা কোয়ার্টার ফাইনাল(QUARTER FINAL) ম্যাচ হবেই।জানিয়ে দিল রাশিয়ার(RUSSIA) ম্যাচ আয়োজকরা। সেই ম্যাচে মুখোমুখি হবে আজকের প্রিকোয়ার্টার ফাইনালে দুই বিজয়ী স্পেন ও সুইৎজারল্যান্ড। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

বিতর্কের কারন? রাশিয়ায় করোনা সংক্রমণ ফের বৃদ্ধি। জানুয়ারির পর থেকে এমন সংক্রমণ বৃদ্ধি হয়নি। সোমবার মস্কো শহরে করোনায় সংক্রমিত হয়েেছেন ৭,২০০জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১২৪ জনের। অন্যদিকে রাশিয়ার যে শহরে হচ্ছে ইউরোর ম্যাচ, সেই সেন্ট পিটার্সবার্গে শেষ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৩৩৫। মৃত ১১০জন। তবুও টনক নড়ছেনা প্রশাসনের। ইউরোর ম্যাচ বন্ধের কোনও প্রশ্নই উঠছেনা। বরং রাশিয়ার ইউরো আয়োজকরা সদর্পে জানিয়েছেন ইউরোর ম্যাচ হবে। আগামি শুক্রবারই এখানে বসছে কোয়ার্টার ফাইনালের আসর। আয়োজকদের দাবি সূচি অনুযায়ী হবে সেই ম্যাচ।

এখানেই শেষ নয়, আরও একটি তথ্য রীতিমত আতঙ্কিত করে তুলেছে। বেলজিয়ামের সঙ্গে এখানে গ্রুপ পর্বের ম্যাচ ছিল ফিনল্যান্ডের। সেন্ট পিটার্সবার্গে আসা ফিনল্যান্ড সমর্থকদের মধ্যে ১২জন আক্রান্ত হয়েছেন করোনায়। তাতেও হুঁশ ফিরছেনা কর্তৃপক্ষের।

তবে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কয়েকটি বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন আয়োজকরা। স্টেডিয়ামে সংলগ্ন ফ্যান জোনে বিক্রি করা যাবেনা খাবার। কিন্তু তাতে কি উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া সংক্রমণ কমানো যাবে। প্রসঙ্গত শুক্রবার এই সেন্ট পিটার্সবার্গেই কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও সুইৎজারল্যান্ড ।  দুই দলই রূদ্ধশ্বাস প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলে এখানে শেষ আটের লড়াইয়ে নামবে।

Next Article