Sankarlal Chakraborty: প্রথম বাঙালি এএফসি প্রো-লাইসেন্স কোচ হলেন শঙ্করলাল, আজই কঠিন পরীক্ষা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 30, 2023 | 5:58 PM

I-League: বর্তমানে সুদেভা এফসির কোচ তিনি। আই লিগে অবশ্য তাঁর দল এখন ভালো জায়গায় নেই। আই লিগে ১১ ম্য়াচের মধ্যে মাত্র দুটি জয় পেয়েছে তাঁর দল। আজ, ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ।

Sankarlal Chakraborty: প্রথম বাঙালি এএফসি প্রো-লাইসেন্স কোচ হলেন শঙ্করলাল, আজই কঠিন পরীক্ষা
Image Credit source: twitter

Follow Us

কলকাতা : ভারতবর্ষে এএফসি প্রো-লাইসেন্স কোচ অনেক রয়েছেন। ডেরেক পেরেরা, খালিদ জামিল, থাংবোই সিংতো তাঁদের মধ্যে অন্যতম নাম। এ বার বাংলাও এএফসি প্রো-লাইসেন্স কোচ পেল। প্রথম বাঙালি হিসেবে এই কৃতিত্ব শঙ্করলাল চক্রবর্তীর। বাংলাদেশ ফুটবল সংস্থার তত্ত্বাবধানে এএফসি প্রো-লাইসেন্সের কোর্স সম্পূর্ণ করেন তিনি। গুরুতর চোটের কারণে ফুটবল কেরিয়ার দ্রুত থামলেও কোচ হিসেবে বিভিন্ন দলের দায়িত্ব সামলেছেন শঙ্করলাল চক্রবর্তী। বর্তমানে তিনি আই লিগের ক্লাব সুদেভা দিল্লি এফসির কোচ। আজ আই লিগে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে শঙ্করলালের দলের। বিস্তারিত TV9Bangla-য়।

কলকাতা ময়দানে কোচিংয়ে সাফল্য পেয়েছেন শঙ্করলাল চক্রবর্তী। ২০১৫ সালে দীর্ঘ সময় পর আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। সঞ্জয় সেনের কোচিংয়ে ট্রফি জিতেছিল সবুজ মেরুন। সে বার সঞ্জয় সেনের সহকারী ছিলেন শঙ্করলাল। পরের মরসুমে সঞ্জয় সেন পদত্যাগ করার পর প্রধান কোচের দায়িত্ব সামলান শঙ্করলাল চক্রবর্তী। এ ছাড়াও ভবানীপুর, মহমেডানেরও কোচের দায়িত্ব সামলেছেন শঙ্করলাল। আই লিগ জয়ী মোহনবাগান দলের সহকারী কোচ ছিলেন শঙ্করলাল। চ্য়াম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য প্রীতম কোটাল বলছেন, ‘শঙ্করদা খুবই সাহসী কোচ। দীর্ঘদিন ধরেই প্রো-লাইসেন্সের জন্য পরিশ্রম করছিল। বাংলা এবং ভারতীয় ফুটবল তাঁকে কীভাবে কাজে লাগাতে পারে, সে দিকে নজর থাকবে।’

বর্তমানে সুদেভা এফসির কোচ তিনি। আই লিগে অবশ্য তাঁর দল এখন ভালো জায়গায় নেই। আই লিগে ১১ ম্য়াচের মধ্যে মাত্র দুটি জয় পেয়েছে তাঁর দল। আজ, ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ। কোচিং কেরিয়ারের আনন্দের দিনে কঠিন পরীক্ষায় নামছেন শঙ্করলাল। তাঁর কাছে কিছুটা স্বস্তি, আজ চার্চিলের বিরুদ্ধে খেলতে চলেছেন আর্জেন্টিনার ফুটবলার অ্যালেক্সিস নহেল গোমেজ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য এনজো ফার্নান্ডেজের বন্ধু অ্যালেক্সিস। তাঁর সৌজন্যে শঙ্করলালের সুদেভা এফসি ঘুরে দাঁড়াতে পারে কী না, সে দিকেই নজর।

 

Next Article