Lionel Messi-Cristiano Ronaldo: মেসি-রোনাল্ডো দ্বৈরথের জন্য ২০কোটি খসালেন এক সমর্থক

সৌদির দুই ক্লাব আল নাসের ও আল হিলালের ফুটবলারদের নিয়ে তৈরি হয়েছে আল স্টার একাদশ। যার নেতৃত্ব দেবেন সিআর সেভেন।

Lionel Messi-Cristiano Ronaldo: মেসি-রোনাল্ডো দ্বৈরথের জন্য ২০কোটি খসালেন এক সমর্থক
মেসি-রোনাল্ডো দ্বৈরথের জন্য ২০কোটি খসালেন এক সমর্থক

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 18, 2023 | 1:40 PM

রিয়াধ: নতুন বছরে ফ্যানেদের সুখবর দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ২০০ মিলিয়ন ইউরোক চুক্তিতে তিনি যোগ দিয়েছেন সৌদির ক্লাব আল নাসেরে (Al Nassr)। রোনাল্ডো এখন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার। সিআর সেভেনকে নিয়ে মরু দেশে মাতামাতির শেষ নেই। আল নাসেরের জার্সিতে প্রথম পিএসজির বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে দেখা যাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। রোনাল্ডো-মেসি (Lionel Messi) দ্বৈরথ দেখার জন্য প্রায় ২০ কোটি খসালেন সৌদির এক ব্যাবসায়ী। এই মূল্যে এর আগে কোনও ফুটবল ম্যাচের টিকিট বিক্রি হয়নি। এই সম্মন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরল TV9 Bangla

আগামী কাল, বৃহস্পতিবার ১৯ জানুয়ারি পিএসজির মুখোমুখি হবে রোনাল্ডো বাহিনী। সৌদির দুই ক্লাব আল নাসের ও আল হিলালের ফুটবলারদের নিয়ে তৈরি হয়েছে আল স্টার একাদশ। যার নেতৃত্ব দেবেন সিআর সেভেন। বৃহস্পতিবারের ফ্রেন্ডলি ম্যাচে মেসি-নেইমারদের মুখোমুখি হবে এই দল। ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ম্যাচের টিকিট। সূত্রের খবর, ভিআইপি টিকিটের বিড প্রাইজ় যা ছিল তার থেকে আরও কয়েক গুণ বাড়িয়ে টিকিট কিনে ফেলেছেন সৌদির ব্যাবসায়ী। যার নাম মুসারাফ বিন আহমেদ আল ঘামরি। প্রায় ২০ কোটি খরচ করে টিকিট কিনেছেন তিনি। ফুটবলের ইতিহাসে এত টাকার টিকিট এর আগে বিক্রি হয়নি।

পিএসজি বনাম আল স্টার একাদশ ম্যাচে ভিআইপি টিকিটের বিক্রি ফান্ড রাইসিং-এর কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছেন, সৌদি জেনারেল বিনোদন বিভাগের প্রধান তুর্কি আল শেখ। সৌদি আরবের এহেসান চ্যারিটি ফান্ডে যাবে ওই টাকা। ফুটবলের ইতিহাসে দুই চির প্রতিদ্বন্দ্বী ফের ময়দানে। মেসি-রোনাল্ডোর হাড্ডাহাড্ডি লড়াইয়ের তথ্য কারও অজানা নয়। যে ক্লাবই হোক না কেন, প্রতিদ্বন্দ্বিতা বজায় থাকবে আজীবন। বিশ্বকাপ শেষে ফের রোনাল্ডো-নেইমারদের পায়ের জাদু দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। তার জন্য যদি ২০ কোটিও খসাতে হয়, তাই হোক।