FIFA World Cup 2022: কোয়ার্টার ফাইনালে কি পাওয়া যাবে ডি মারিয়াকে?

নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের রাস্তায় আর্জেন্টিনা। পরবর্তী প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালের মতো হাই ভল্টেজ ম্যাচে ডি মারিয়ার মতো তারকার ভীষন ভাবে দরকার তা অজানা নয় কারোর।

FIFA World Cup 2022: কোয়ার্টার ফাইনালে কি পাওয়া যাবে ডি মারিয়াকে?
কোয়ার্টার ফাইনালে কি পাওয়া যাবে ডি মারিয়াকে?Image Credit source: Twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 06, 2022 | 9:45 AM

দোহা: আর্জেন্টিনা (Argentina) ফুটবল দলের অন্যতম প্রাণভোমরা অ্যাঞ্জেল ডি মারিয়া (Angel Di Maria)। অনেকের মতে, বিশ্বকাপে লিওনেল মেসিকেও (Lionel Messi) কিছু কিছু জায়গায় ছাপিয়ে যান মারিয়া। দলের প্রয়োজনে ঠিক সময়ে জ্বলে উঠতে পারেন তিনি। পুরনো চোট ফিরে আসার কারণে নকআউটে অংশ নেওয়া হয়নি। তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে ফেলেছে আর্জেন্টিনা (Argentina)। তবে চোট থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন তিনি। পরবর্তী বড় ম্যাচে কী দেখতে পাওয়া যাবে ‘ডি মারিয়া ম্যাজিক’? তুলে ধরল TV9 Bangla

বুধবার পোল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করে মেসিদের দল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেওয়া হয়েছিল ডি মারিয়াকে। তখনই ডি মারিয়ার চোট নিয়ে নতুন করে শঙ্কা জাগে। ম্যাচ শেষে স্কালোনি নিজেই পুরো বিষয়টি পরিষ্কার করেছিলেন, ‘ও থাই মাসলে ব্যথা অনুভব করছিল, তাই আমরা ঝুঁকি নিইনি। ওকে তুলে নিই। ডি মারিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এমন প্লেয়ারকে খেলিয়ে চোট বাড়ানোর মতো ঝুঁকি আমরা নিতে পারি না।’

নকআউটে ডি মারিয়ার মতো তারকার অনুপস্থিতি স্কালোনির চাপ কিছুটা হলেও বাড়িয়েছিল। তবে তাঁকে ছাড়াই এ বারের মতো উতড়ে গিয়েছে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর, স্লিপার পরেই সতীর্থদের সঙ্গে জয় উদযাপনে মাততে দেখা যায় তাঁকে। নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের রাস্তায় আর্জেন্টিনা। পরবর্তী প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালের মতো হাই ভল্টেজ ম্যাচে ডি মারিয়ার মতো তারকার ভীষন ভাবে দরকার, তা অজানা নয় কারও। তবে মনে করা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে দেখা যাবে তাঁকে।