গোয়া: আজ রবিবার আইএসএলের (ISL) তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ও জামশেদপুর এফসি (Jamshedpur FC)। ইন্ডিয়ান সুপার লিগে এসসি ইস্টবেঙ্গেলর অভিষেক মরসুমটা ভালো না হলেও সে সব কাটিয়ে নতুন করে শুরু করার খোঁজে নামতে চলেছে লাল-হলুদ শিবির। দলের নতুন স্প্যানিশ কোচ হোসে মানুয়েল দিয়াজও আশাবাদী এ বারের টুর্নামেন্টে দল এগিয়ে যাবে, এবং ভালো পারফরম্যান্স করবে।
কবে অনুষ্ঠিত হবে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ও জামশেদপুর এফসির (Jamshedpur FC) ম্যাচ?
আজ, রবিবার ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে এসসি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসির আইএসএলের ম্যাচ।
কোথায় অনুষ্ঠিত হবে এসসি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসির আইএসএলের ম্যাচ?
গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে (Tilak Maidan Stadium) অনুষ্ঠিত হবে এসসি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসির আইএসএলের ম্যাচ।
কখন অনুষ্ঠিত হবে এসসি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসির আইএসএলের ম্যাচ?
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এসসি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসির আইএসএলের ম্যাচ।
??????????
The wait is ????.
We are ??? ??? to take on Jamshedpur FC in our #HeroISL season opener, at the Tilak Maidan Stadium from 7:30 PM.#TorchBearers, it's THAT time of the year again.#SCEBJFC #JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/IfM2t70CTS
— SC East Bengal (@sc_eastbengal) November 21, 2021
কোথায় দেখা যাবে এসসি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসির আইএসএলের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
স্টার স্পোর্টস ও স্টার স্পোর্টস সিলেক্টে দেখা যাবে ম্যাচ। বাংলায় ম্যাচের সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ বাংলা ও জলসা মুভিজ।
অনলাইনে কোথায় দেখা যাবে এসসি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসির আইএসএলের ম্যাচ?
এসসি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসির আইএসএলের ম্যাচ অনলাইনে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার ভিআইপি ও জিও টিভি অ্যাপ্লিকেশনে।