আইএসএলে প্রথম জয়ের খোঁজে লাল-হলুদ
আইএসএলে প্রথম জয়ের খোঁজে এসসি ইস্টবেঙ্গল। হারের হ্যাটট্রিক আটকাতে মরিয়া রবি ফাউলারের দল।
TV9 বাংলা ডিজিটাল: আইএসএলের শুরুতেই জোড়া হার। ২ ম্যাচে ৫ গোল হজম। লিগ তালিকায় সবার নীচে লাল-হলুদ। বলা চলে টুর্নামেন্টের শুরুতেই ছন্নছাড়া অবস্থা এসসি ইস্টবেঙ্গলের। এই অবস্থায় শনিবার তিলক ময়দানে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে ফাউলারের দল।
পরিস্থিতি যা তাতে জয় ছাড়া আর কোনও বিকল্প নেই ইস্টবেঙ্গলের। কিন্তু তিন পয়েন্ট আসার রাস্তা খুঁজে বের করাই চ্যালেঞ্জ ফাউলারের কাছে। অধিনায়ক ফক্সের চোট, সমস্যা আরও বাড়িয়েছে। ডিফেন্স সাজানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে ফাউলারের সামনে। একইসঙ্গে লিভারপুলেরর প্রাক্তন তারকাকে মাথায় রাখতে হচ্ছে গোল পাওয়ার বিষয়টিও। কেননা ইস্টবেঙ্গলই আইএসএলের একমাত্র দল,যারা এখনও বিপক্ষের জালে বল জড়াতে পারেনি।
Everyday we come a little closer to our goal.
রোজ একটু একটু করে কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া।#ChhilamAchiThakbo #WeAreSCEB #JoyEastBengal pic.twitter.com/yY722mq17L
— SC East Bengal (@sc_eastbengal) December 3, 2020
নর্থ ইস্টের বিরুদ্ধে ছক বদলাতে পারেন বলবন্তদের হেডস্যার। আগের ম্যাচগুলোয় ৩-৫-২ ছকে খেলিয়েছিলেন ফাউলার। ছক বদলে শনিবার চেনা ৪-৪-২ ছকে ফিরতে পারেন এসসি ইস্টবেঙ্গল কোচ। নর্থ ইস্টের করা চারটে গোলের মধ্যে তিনটেই এসেছে সেটপিস থেকে। সেটা মাথায় রেখেই ঘুঁটি সাজাচ্ছেন লাল-হলুদ কোচ। শুরু থেকে খেলতে পারেন জেজে। নর্থ ইস্ট ম্যাচের প্রস্তুতির পাশাপাশি বক্স স্ট্রাইকার খোঁজার কাজও চালিয়ে যাচ্ছেন ফাউলার। শোনা যাচ্ছে উইগানে খেলা নাইজেরিয়ান এক স্ট্রাইকারের সঙ্গে কথা এগিয়েছে এসসি ইস্টবেঙ্গলের।
আরও পড়ুন: কোভিড জয় করে মাঠে ফিরছেন সুয়ারেজ
শনিবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থ ইস্ট অবশ্য আইএসএলের শুরুটা ভালই করেছে । লিগ টেবিলে এটিকে মোহনবাগান,মুম্বই সিটির পরেই আছে জেরার্ড নুসের দল। প্রতিপক্ষ ভাল জায়গায় না থাকলেও,ফাউলারের দল কিন্তু সমীহ পাচ্ছে নর্থ ইস্ট শিবিরে। জেরার্ড নুস সাফ বলছেন,ইস্টবেঙ্গল ম্যাচ তাদের কাছে কঠিন হতে চলেছে।