মিউনিখ : ক’দিন আগেও স্বপ্ন দেখছিলেন। হঠাৎ দুঃস্বপ্ন সাদিও মানের কেরিয়ারে। কিছুদিন আগে ফিফাকে (FIFA) দেওয়া এক সাক্ষাৎকারে সেনেগালের তারকা ফুটবলার জানিয়েছিলেন, ২০০২ বিশ্বকাপের পুনরাবৃত্তিই লক্ষ্য থাকবে কাতারে। বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে সে বারই ছিল সেনেগালের সেরা পারফরম্য়ান্স। বিশ্ব ফুটবলে সেনেগালের আলাদা পরিচিতি তৈরি করেছেন সাদিও মানে (Sadio Mane)। এ বারের বিশ্বকাপেও তাঁকে ঘিরেই স্বপ্ন দেখছিল সেনেগাল। সাদিও মানেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন। কী হয়েছিল মানের! তুলে ধরল TV9Bangla।
সেনেগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার ঠিক ১৩ দিন আগে চোট পান ফরোয়ার্ড সাদিও মানে। মঙ্গলবার ওয়ের্ডার ব্রেমেনের বিরুদ্ধে ম্য়াচে ডান হাঁটুতে চোট লাগে বায়ার্ন মিউনিখ তারকা সাদিও মানের। খেলা শুরুর ২০ মিনিটের মাথায় চোট পান। তখনই যেন আন্দাজ করতে পেরেছিলেন বড় রকমের দুর্ঘটনা ঘটে গিয়েছে। কিছুক্ষণ হতাশ হয়ে মাঠেই উদাসীন ভাবে বসে থাকেন। প্রাথমিক চিকিৎসার পর সতীর্থদের সাহায্যে মাঠ ছাড়েন মানে। ম্যাচ শেষে বায়ার্ন কোচ জুলিয়েন নাগেলসম্যান জানিয়েছিলেন, মানের ডান হাঁটুতে চোট পাওয়ার বিষয়টি। প্রাক্তন লিভারপুল স্ট্রাইকারকে হাঁটুর এক্সরের জন্য নিয়ে যাওয়া হয়। ম্যাচে বায়ার্ন মিউনিখ ৬-১ ব্যবধানে জিতলেও মানের কাতার বিশ্বকাপ স্বপ্ন ইতি হয়ে গেল।
সেনেগাল এখনও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি। মানের চোটের যা পরিস্থিতি, তাঁকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। সেনেগাল কোচ অ্যালিউ সিসে শুক্রবার স্কোয়াড ঘোষণা করবেন, এমনটাই খবর। মানের মতো তারকাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করতে হবে সেনেগাল কোচকে। এ বার ব্যালন ডি’অরের তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেন সাদিও মানে। লিভারপুল থেকে বায়ার্নে যোগ দিয়ে অনবদ্য ছন্দে রয়েছেন মানে। কাতার বিশ্বকাপে গ্রুপ এ-তে রয়েছে সেনেগাল। একই গ্রুপে রয়েছে আয়োজক কাতার, ইকুয়েডর, এবং নেদারল্য়ান্ডস।