দোহা: বিশ্বকাপের (Qatar World Cup 2022) প্রথম ম্যাচে কাতারকে ২-০ গোলে পরাজিত করে অভিযান শুরু করেছে ইকুয়েডর (Ecuador)। অন্য দিকে গ্রুপ-এ থেকে পরের রাউন্ডে যাবার সুযোগ সেনেগালেরও (Senegal) রয়েছে। কিন্তু সেই জন্য জয় ছাড়া ভিন্ন বিকল্প নেই। গত ম্যাচে কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে সেনেগালের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। গ্রুপের শেষ ম্যাচে খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ সেনেগালের মুখোমুখি হবে ইকুয়েডর। গ্রুপ-এ’র গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে সেনেগাল জিতলে হয়তো উভয় দলেরই নক আউট পর্বে খেলার সম্ভাবনা থাকবে। তার জন্য অপেক্ষা করতে হবে কাতারের ফলের দিকেও। তবে সেনেগাল-ইকুয়েডর ম্যাচে কে বেশি চাপে, তুলে ধরল TV9 Bangla।
ইতিমধ্যেই দারুণ ছন্দে থাকা ইকুয়েডর বিশ্বকাপে সকলের নজর কেড়েছে। কাতারের বিরুদ্ধে জয় দিয়ে ম্যাচ শুরুর পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করে দুই ম্যাচে ৪ পয়েণ্ট নিয়ে ইকুয়েডর গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্য দিকে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হলেও কাতারকে বিদায় করে দিয়ে সেনেগালও নক আউট পর্বে খেলার দৌঁড়ে টিকে আছে। একইসঙ্গে নেদারল্যান্ডসকে টপকে গ্রুপের শীর্ষ দল হবারও সুযোগ রয়েছে। গ্রুপ-এ থেকে পরের রাউন্ডে যাবার সুযোগ সেনেগালেরও রয়েছে। কিন্তু সেই জন্য তাঁদের জিততেই হবে। কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে সেনেগাল রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। আল থুমামা স্টেডিয়ামে আগের ম্যাচে বুলায়ে দিয়া, ফামারা ডিয়েহিউ ও বাম্বা দিয়েং গোল করেছেন। অবশ্যই এই জয়ের পর তাদেরও নক আউট পর্বে যাবার সব সুযোগই রয়েছে।
যদিও আরও একবার দলের সুপারস্টার সাদিও মানের অনুপস্থিতি দারুণভাবে অনুভূত হবে সেনেগাল শিবিরে। কোচ অ্যালিউ সিসে মনে করছেন, মানের অনুপস্থিতিতে আরও একবার দিয়া, ডিয়েহিউরা দলের হাল ধরবেন। ইকুয়েডরের সঙ্গে ড্র করলেও বিশ্বকাপ স্বপ্নে ইতি ঘটবে সেনেগালের।