FIFA World Cup 2022: বিশ্বকাপে সঙ্গী বদল! সার্বিয়া ফুটবলে এমনই অভিযোগ…

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 02, 2022 | 10:00 AM

Serbian National Team: কে কার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াচ্ছেন কিংবা 'কার জন্য কে ছিল, আর কে যে কাকে পেল না', এমন বিতর্ক থেকেই যাবে। কিন্তু কাতারের মাটিতে কোন দেশ চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখে আসবে, সেটাই এখন দেখার।

FIFA World Cup 2022: বিশ্বকাপে সঙ্গী বদল! সার্বিয়া ফুটবলে এমনই অভিযোগ...
Image Credit source: Instagram

Follow Us

দোহা : বিশ্বে এখন একটা ঝড়। ফুটবল। নিউজ ফিড থেকে পাড়ার মোড়, আলোচনার বিষয় একটাই। কাতার বিশ্বকাপ (Qatar 2022)। কখনও একসঙ্গে আনন্দ করছে ব্রাজিল ফ্যানেরা। আবার কখনও বচসা বাঁধছে আর্জেন্টিনা ফ্যানদের সঙ্গে। এটাই তো ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। কিন্তু এই সব কিছুর বাইরে যে খবর উঠে আসছে, তাতে সার্বিয়ার (Serbia) নাম রয়েছে শিরোনামে। শোনা যাচ্ছে, দলের অন্যান্য সতীর্থদের সঙ্গিনীদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছেন দুসান লাওভিচ। যদিও তিনি এ বিষয়টা সম্পূর্ণরূপে অস্বীকার করছেন। ঠিক কী তথ্য উঠে আসছে! তুলে ধরল TV9Bangla

সার্বিয়ার ফুটবলার দুসান লাওভিচ। ক্লাব ফুটবলে খেলেন জুভেন্টাসের হয়েও। বিশ্বকাপের মঞ্চে ইতিমধ্যেই তাঁর প্রতিভা দেখা গিয়েছে। কিন্তু এখন তিনি খবরে উঠে এসেছেন একদম অন্য কারণে। সার্বিয়ার সংবাদ মাধ্যম সূত্রে খবর, লাওভিচ দলের সতীর্থদের সঙ্গিনীদের সঙ্গে পরকীয়ায় জড়াচ্ছেন। সার্বিয়ার অন্যতম ফুটবলার প্রেদাগ রাজকোভিচের স্ত্রী অ্যানা ক্যাকিচের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দুসান লাওভিচ! আর এই কারণেই নাকি ক্যামেরুনের বিরুদ্ধে খেলানো হয়নি তাঁকে!

এখানেই শেষ নয়। কানাঘুষো শোনা যাচ্ছে, সেভিয়ার মিডফিল্ডার নেমানজা গুডেলের সম্পর্ক রয়েছে সোফিয়া মিলোসেভিচের সঙ্গে। সোফিয়া হলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার লুকা জোভিচের সঙ্গিনী। বর্তমানে লুকা খেলেন ফিওরেন্তিনার হয়ে।

যদিও অ্যানা ও দুসান কেউই তাঁদের এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। বরং এই অভিযোগ সরাসরি অস্বীকার করে গিয়েছেন দুসান। সংবাদমাধ্যমের সামনে দুসান জানিয়েছেন যে, রাজকোভিচের সঙ্গিনীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। লাওভিচ বলেন, “আমি খুব দুঃখিত যে বিশ্বকাপের সংবাদ সম্মেলন আমায় এ ভাবে শুরু করতে হচ্ছে। কিন্তু আমায় এটা নিয়ে কথা বলতেই হবে। কারণ, এখানে আমায় নিয়ে কথা হচ্ছে।” তিনি আরও যোগ করেন, “যা কিছু আমরা শুনেছি এবং পড়েছি… অযৌক্তিক কোনও বিষয়ের উপর এখানে মন্তব্য করার কিছু নেই। অবশ্যই, এই সব ব্যক্তিরা বিরক্ত এবং ভাল কিছু করার নেই। কারণ, ব্যক্তিগত জীবনে তাঁরা হয়তো হতাশ ও রেগে আছেন। তবে এই মুহূর্তে তাদের অগ্রাধিকার যেন দলের স্বার্থের বিরুদ্ধে কাজ করা।”

কথায় বলে- যা রটে, তার কিছুটা ঘটে! তবে লাওভিচ আরও পরিষ্কার করে বলেন, “এই গল্পগুলি হাস্যকর। আমি শুধু আমার নাম এবং আমার সততা রক্ষা করতে চাই। প্রয়োজনে আমি আইনি ব্যবস্থা নেব।” ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে থাকলেও নামানো হয়নি। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি খেলিনি কারণ আমি যথেষ্ট ফিট ছিলাম না। কিন্তু এখন আমি সুস্থ বোধ করছি এবং আমি পরের ম্যাচের উপর সম্পূর্ণ মনোযোগ দিচ্ছি।”

অন্য দিকে, নেমানজা গুডেল এবং লুকা জোভিচ এই বিষয়ে হাসাহাসি করেছেন। সেটাই ইঙ্গিত দিচ্ছে তাঁদের সোশ্যাল মিডিয়ার পোস্ট। ইনস্টা স্টোরিতে তাঁরা দু’জন বুঝিয়ে দিয়েছেন যে, তাঁরা প্রস্তুত পরবর্তী ম্যাচের জন্য। তাঁরা এমনভাবেই পোস্ট করেছেন যেন মনে হচ্ছে, এবার লড়াই করবেন। আবার, অ্যানা ক্যাকিচও পরকীয়ার অভিযোগ অস্বীকার করেছেন। অ্যানাও টুইটারে লিখেছেন যে, তিনি গত এক মাস ধরে হাসপাতালে তাঁর ছেলের যত্ন নিচ্ছেন।

কে কার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াচ্ছেন কিংবা ‘কার জন্য কে ছিল, আর কে যে কাকে পেল না’, এমন বিতর্ক থেকেই যাবে। কিন্তু কাতারের মাটিতে কোন দেশ চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখে আসবে, সেটাই এখন দেখার।

Next Article