মায়ামি: লিও মেসি ক্লাব ফুটবলে কোথায় যোগ দেবেন, তা নিয়ে ধোঁয়াশা অনেক আগে কেটেছে। সৌদি আরবের বিপুল অর্থের হাতছানি ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন মেসি। সেখানেও অবশ্য তাঁর আর্থিক বিষয় চমকে দেওয়ার মতোই। মেসির জন্য আরও সুখবর। মায়ামিতে যোগ দিলেন মিডফিল্ড মায়েস্ট্রো সের্জিও বুস্কেতস। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এক বারই বিশ্বকাপ জিতেছে স্পেন। ২০১০ সালে সেই বিশ্বকাপ জয়ে অনক বড় অবদান রয়েছে দুই মিডফিল্ডার সের্জিও বুস্কেতস ও ইনিয়েস্তার। ক্লাব ফুটবলেও ঝুরি ঝুরি ট্রফি রয়েছে। বার্সেলোনায় বুস্কেতস, ইনিয়েস্তা এবং লিওনেল মেসি। একটা সময় অতি পরিচিত ছবি ছিল এটাই। বুস্কেতস কিংবা ইনিয়েস্তার পাস, মেসির গোল। একটা ছবি হয়তো আবারও দেখা যেতে পারে। তবে সেটি মার্কিন ফুটবলে।
লিও মেসির পর ইন্টার মায়ামিতে যোগ দিলেন বার্সেলোনায় তাঁর প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেতস। ইন্টার মায়ামির তরফে বুস্কেতসের যোগ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মাস খানেক আগেই বার্সেলোনা ছাড়ার বিষয়ে ক্লাবের সঙ্গে আলোচনা করেছিলেন বুস্কেতস। তবে কোথায় যোগ দেবেন, তা নিয়ে নিশ্চয়তা ছিল না। সৌদি আরবের ক্লাবও বুস্কেতসের বিষয়ে আগ্রহ দেখিয়েছিল। যদিও বুস্কেতস সৌদি ফুটবলে যোগ দিতে আগ্রহী ছিলেন না। মেজর লিগ সকারেই যোগ দিতে চেয়েছিলেন।
কৈশোর থেকে এক সঙ্গে বার্সেলোনায় খেলেছেন মেসি-বুস্কেতস। মাঠের বাইরেও তাঁদের সম্পর্ক দারুণ। ইন্টার মায়ামিতেও এই জুটি ছাপ ফেলবে, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। বার্সেলোনার আর এক প্রাক্তন প্লেয়ার জোর্ডি আলবাও নজরে রয়েছে ইন্টার মায়ামির। বার্সেলোনা ছাড়ার আগ্রহ প্রকাশ করেছেন আলবা। ইন্টার মায়ামির সঙ্গে তাঁরও কথা চলছে বলে স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর। হয়তো মেসি, বুস্কেতসের সঙ্গে আলবাকেও মায়ামিতে খেলতে দেখা যেতে পারে।