কলকাতা: বিস্তর জল্পনা, অপেক্ষাই সার। ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ হচ্ছেন না সের্গিও লোবেরা। চিনের ক্লাব সিচুয়ান জিউনিউ-এর কাছ থেকে রিলিজ অর্ডার পেয়ে গিয়েছেন লোবেরা। ক্লাব ছাড়ার আগে থেকেই ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন তিনি। আগামী মরসুমে ইস্টবেঙ্গলের কোচ হিসেবে যোগ দেবেন বলে নাকি কথাও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কলকাতার ক্লাবটির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সের্গিও লোবেরা (Sergio Lobera)। ইস্টবেঙ্গল ছাড়াও লোবেরাকে পাওয়ার জন্য ঝাঁপিয়েছিল ওড়িশা এফসি এবং হায়দরাবাদ এফসি। জল্পনা, ওই দুটি ক্লাবের মধ্য়ে একটিতে যেতে পারেন তিনি। ম্যাচের বিস্তারিত Tv9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
লোবেরার সঙ্গে প্রাথমিক কথা হওয়ার পর চুক্তির কাগজপত্র পাঠিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের কর্তারা। তবুও সই করেননি তিনি। লোবেরা এফসি গোয়া থেকে আইএসএলের টিম মুম্বই সিটি এফসির কোচ হয়েছিলেন। তখন থেকেই স্প্যানিশ কোচ সিটি গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ। ওই গ্রুপেরই হাত ধরে চিনের ক্লাব সিচুয়ান জিউনিউয়ের কোচিংয়ের দায়িত্ব নেন গত মরসুমে। সিটি গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ লোবেরা এনওসি না মিললে কোনও ক্লাবে সই করতে পারছিলেন না। তিনি কি আদৌ পা রাখবেন লাল-হলুদে? প্রশ্নটা ঘুরছিল বেশ কয়েকদিন ধরে। শোনা যাচ্ছিল, কলকাতার অন্যতম বড় ক্লাবকে সাফল্য দেওয়ার চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি ছিলেন লোবেরা। কিন্তু হঠাৎই পরিস্থিতি পাল্টে যায়। ওডিশা এফসির মতো ক্লাব লোবেরার জন্য আসরে নামে। গুঞ্জন, ইস্টবেঙ্গলের প্রস্তাব সরিয়ে তিনি নাকি ইতিমধ্যেই ওডিশা এফসির কোচ হিসেবে সই করে ফেলেছেন।
গত কয়েক বছরে আইএসএলে লাল-হলুদের পারফরম্যান্স একেবারেই সন্তোষনজক নয়। শুধু হারের খতিয়ান। পরের মরসুম থেকে চিত্রটা পাল্টাতে মরিয়া লাল-হলুদ কর্তারা। সেই লক্ষ্যে প্রথমেই ধাক্কা। তবে লোবেরা না এলেও দমে যাচ্ছেন না কর্তারা। হাত গুটিয়ে বসে না থেকে বেঙ্গালুরু এফসি-র প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাতের জন্য ঝাঁপাচ্ছে লাল-হলুদ। দৌড়ে রয়েছেন অ্যান্তোনিও হাবাসও।