সিরি আ (Serie A)-তে রবিবার কাগলিয়ারির (Cagliari) বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) হ্যাটট্রিকে জয় জুভেন্তাসের (Juventus)। চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) শেষ ১৬ থেকে বিদায় নেওয়ার পর সমালোচনার মুখে পড়তে হয়েছে পর্তুগিজ সুপারস্টারকে। সমালোচকদের এ বার যোগ্য জবাব দিলেন সিআর সেভেন। কাগলিয়ারির বিরুদ্ধে প্রথমার্ধে হ্যাটট্রিক করে, ফুটবল সম্রাট পেলের (Pele) রেকর্ড ভেঙেছেন সিআর সেভেন। নিজের রেকর্ড ভাঙার জন্য সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছাও জানিয়েছেন পেলে।