
ম্যাচের ৩ মিনিটে গোল করে ফিওরেন্তিনাকে এগিয়ে দেন স্ট্রাইকার দুসান।

১৮ মিনিটে কুয়াদ্রাদো লাল কার্ড দেখায় বাকি সময় ১০ জনে খেলতে হয় জুভেন্তাসকে।

ডিফেন্ডার বোনুচ্চির ভুলে ৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করে জুভে।

ফিওরেন্তিনার হয়ে ৮১ মিনিটে জয়সূচক গোল করেন মার্টিন কাসেরেস।

৯০ মিনিট মাঠে থাকলেও গোল পেলেন না রোনাল্ডো। (ছবি - টুইটার)