
চেলসির গোলকিপার এডুয়ার্ড মেন্ডি সেমি ফাইনালে করিম বেঞ্জেমার দুই গোল ঠেকান। যার জেরে ২-০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুচেলের ছেলেরা। (সৌজন্যে-টুইটার)

২০২০ সালের সেপ্টেম্বরে এডুয়ার্ড মেন্ডি ২২ মিলিয়ন ডলারের বিনিময়ে চেলসির সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেন।(সৌজন্যে-টুইটার)

আপাতত চ্যাম্পিয়ন্স লিগের সব থেকে বেশি ক্লিন শিট ঝুলিতে নিয়ে এডুয়ার্ড মেন্ডি বলেছেন, "আমি জানি আমার অনেক ক্লিন শিট রয়েছে। কিন্তু আমি সেগুলি গুনে রাখি না। কারণ আমি মনে করি গোলকিপার হল সেই ব্যক্তি যার কাজই থামানো। ১০ জন প্রতিপক্ষকে থামানোই থাকে আমার মূল লক্ষ্য। আমার জন্য দলের পারফরম্যান্স ভালো হলে খুশি হই।" (সৌজন্যে-টুইটার)

চেলসি ছাড়া এডুয়ার্ড মেন্ডি জাতীয় দল সেনেগালের হয়ে খেলেন।(সৌজন্যে-টুইটার)

১৩ বছর বয়সে এডুয়ার্ড মেন্ডি প্রথম লে হাভার এসির যুব অ্যাকাডেমিতে কেরিয়ার শুরু করেছিলেন।(সৌজন্যে-টুইটার)