Calcutta Football League: শ্রীভূমির দুর্গাপুজোর লেজার শো এ বার কলকাতা লিগে
CFL: কলকাতা লিগের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে লেজার শো। গত বছর দুর্গা পুজোয় শ্রীভূমি স্পোর্টিংয়ের লেজার শো সুপারহিট হয়েছিল। পরবর্তীতে ইডেন গার্ডেন্সেও দেখা যায় সেই লেজার শো। আইপিএলের ম্যাচেও দেখা গিয়েছিল লেজার শোয়ের ঝলক।

রবিবার থেকে কলকাতা লিগের (Calcutta Football League) প্রিমিয়ার ডিভিশন। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ডহারবার এফসি। প্রতিপক্ষ সাদার্ন সমিতি। কিশোরভারতী স্টেডিয়ামে নৈশালোকে হবে কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচ। এ বার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে কলকাতা লিগ (CFL)। লিগকে আকর্ষণীয় করতেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করছে আইএফএ। কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচের খবর আগেই জানিয়েছিল টিভি নাইন বাংলা। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানের আভাসও তুলে ধরা হয়েছিল। এ বার টিভি নাইন বাংলার তরফ থেকে আরও একটি এক্সক্লুসিভ খবর দেওয়া হচ্ছে। যা এর আগে কখনও কলকাতা লিগে দেখা যায়নি। প্রথমবার প্রিমিয়ার ডিভিশনে খেলতে নামছে ডায়মন্ডহারবার এফসি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব গতবছরই কলকাতা লিগের প্রথম ডিভিশনে আত্মপ্রকাশ করে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
কলকাতা লিগের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে লেজার শো। গত বছর দুর্গা পুজোয় শ্রীভূমি স্পোর্টিংয়ের লেজার শো সুপারহিট হয়েছিল। পরবর্তীতে ইডেন গার্ডেন্সেও দেখা যায় সেই লেজার শো। আইপিএলের ম্যাচেও দেখা গিয়েছিল লেজার শোয়ের ঝলক। এ বছর ক্রিকেট বিশ্বকাপেও তা দেখা যেতে পারে। ক্রিকেটের পাশাপাশি এ বার ফুটবলেও দেখা যাবে সেই লেজার শোয়ের প্রদর্শন। কিশোরভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচে ১৫ মিনিটের লেজার শোয়ের পরিকল্পনা করেছে আইএফএ। এ ছাড়া হবে কুক্রি ডান্সও। একটা নাচের গ্রুপও পারফর্ম করবে। তবে সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে লেজার শো।
নিজের দলের ম্যাচ দেখতে উপস্থিত থাকতে পারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসু উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। উল্লেখ্য, সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিংকে এবার কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলতে দেখা যাবে।





