দোহা: কাতার বিশ্বকাপের (FIFA world Cup 2022) তৃতীয় কোয়ার্টার ফাইনালে শক্তিশালী পর্তুগালকে (Portugal) পরাজিত করে বিশ্বকাপের শেষ চারে মরক্কো (Morocco)। সেই সঙ্গেই আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছে ইতিহাসের পাতায় আরব দুনিয়ার প্রতিনিধি মরক্কো। মরক্কোর আগে আফ্রিকার তিনটি দল কোয়ার্টার ফাইনালে উঠলেও তিনটি দলকেই পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। ১৯৯০ সালে ক্যামেরুন, ২০০২ সালে সেনেগাল এবং ২০১০ সালে ঘানা কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল। একমাত্র মরক্কোই ইতিহাস গড়তে সক্ষম হল। জয়ের আনন্দে মরক্কোর ফুটবলার সোফিয়ান বৌফল মাঠে অনাবিল আনন্দে মাতলেন। তবে সতীর্থদের সঙ্গেই শুধু নয়। মাঠের বাইরে যিনি আশ্রয়। কার সঙ্গে উৎসবে মাতলেন, তুলে ধরল TV9 Bangla।
স্পেনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে এসেছিল মরক্কো। তখন থেকেই আলোচনায় উঠে আসে মরক্কোর ফুটবল। রবিবার কোয়ার্টার ফাইনালে শক্তিশালী পর্তুগালকে যে এ ভাবে রুখে দেবে তারা, তা হয়তো কেউ আন্দাজ করতে পারেনি। দুর্দান্ত দক্ষতার সঙ্গে জয় নিশ্চিত করে তারা। প্রথম একাদশে রাখা হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। দ্বিতীয়ার্ধে আর দেরি করেননি পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস। ৫২ মিনিটে মাঠে নেমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও কিছু করতে পারেননি। মরক্কোর সামনে কার্যত বিপর্যস্ত পর্তুগাল। পর্তুগালকে পরাজিত করে শেষ চারে মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছে ইতিহাসের পাতায় মরক্কো। জয়ের আনন্দে ভাসতে দেখা যায় ওয়ালিদ শিবিরকে। দলের ফুটবলার সোফিয়ানে বৌফলকে মাঠের মধ্যেই তাঁর মায়ের হাত ধরে জয় উদযাপন করতে দেখা যায়।
পর্তুগালকে পরাজিত করার আনন্দে সোফিয়ানে তাঁর মায়ের হাত ধরে মাঠের মধ্যেই নাচতে শুরু করেন। মা ছেলের এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকল ফুটবলবিশ্ব। এই ঘটনার পর সোফিয়ানে জানান, ছোটোবেলা থেকে তাঁর মা-কে কাজের জন্য ভোর ৬টায় বেড়িয়ে যেতে দেখতেন তিনি। তাঁকে মানুষ করার জন্য সারাজীবন কষ্ট করেছেন তাঁর মা। তাই এই জয় সোফিয়েন তাঁর মা-কেই উপহার দিতে চান।