Sourav Ganguly: বাগানে এ বার ‘রত্ন’ ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 18, 2024 | 5:25 PM

Mohun Bagan Ratna: টুকরো টুকরো অনেক ইতিহাস ছড়িয়ে রয়েছে মোহনবাগানে। সৌরভের সেই স্মৃতি বিজড়িত ক্লাব এ বার তাঁরই হাতে তুলে দিচ্ছে সর্বোচ্চ সম্মান। সবুজ-মেরুনের হয়ে টানা ৯টা মরসুম খেলেছেন ক্লাব ক্রিকেট। মোহনবাগান ক্লাব থেকেই হয়েছিলেন জাতীয় টিমের ক্যাপ্টেন।

Sourav Ganguly: বাগানে এ বার রত্ন ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: বাগানে এ বার 'রত্ন' ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়

Follow Us

কলকাতা: মোহনবাগান তাঁর ছেলেবেলার প্রেম। স্কুলে পড়াকালীন ক্লাস বাঙ্ক করে প্রায়ই চলে যেতেন মোহনবাগান মাঠে। কলকাতা লিগের উত্তেজক ম্যাচ তাঁকে টানত। আটের দশকের অধিকাংশ ফুটবলার তাঁর কাছে স্বপ্নের নায়ক ছিলেন। এ গল্প সময় পেলেই নানান আড্ডায় বারবার তুলে ধরেছেন তিনি। তাঁকে বলতে শোনা যেত, ফুটবলার হওয়াই ছিল তাঁর লক্ষ্য। ফুটবলটা অবশ্য ভালোই খেলতেন। কিন্তু কপাল যে তাঁকে টেনে নিয়ে গিয়েছিল ২২ গজে। ফুটবল খেলেননি হয়তো, মোহনবাগানের হয়ে ক্রিকেট খেলেছেন চুটিয়ে। ক্লাব ক্রিকেটে সবুজ-মেরুনের নেতৃত্বও দিয়েছেন। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এ বার পাচ্ছেন মোহনবাগান রত্ন (Mohun Bagan Ratna)।

টুকরো টুকরো অনেক ইতিহাস ছড়িয়ে রয়েছে মোহনবাগানে। সৌরভের সেই স্মৃতি বিজড়িত ক্লাব এ বার তাঁরই হাতে তুলে দিচ্ছে সর্বোচ্চ সম্মান। সবুজ-মেরুনের হয়ে টানা ৯টা মরসুম খেলেছেন ক্লাব ক্রিকেট। মোহনবাগান ক্লাব থেকেই হয়েছিলেন জাতীয় টিমের ক্যাপ্টেন। সৌরভের সম্মতি নিয়েই তাঁকে রত্ন বাছা হয়েছে। ২৯ জুলাই সৌরভ নিজে হাজির থাকবেন মোহনবাগান দিবসে। ফুটবলে ঘরের ছেলে হয়, ক্লাব ক্রিকেটে এ সব তকমা মেলে না। কিন্তু সৌরভ বাগানের ঘরেরই ছেলে। মহারাজকে রত্ন দিতে পেরে বাগানও বোধ হয় একইসঙ্গে আপ্লুত।

মোহনবাগানে আজ কার্যকরী কমিটির বৈঠক ছিল। সেখানেই ২৯ জুলাই নিয়ে আলোচনা হয়। তাতে জানা যায় ইস্টবেঙ্গলের পর এ বার মোহনবাগানেও রেফারিদের সম্মান দেওয়া হবে। এক ঝলকে দেখে নিন মোহনবাগান দিবসে কে কোন পুরস্কার পাচ্ছেন?

  • সেরা তরুণ ফুটবলার – সুহেল ভাট
  • সেরা ফরোয়ার্ড – মনবীর
  • সেরা স্পোর্টস জার্নালিস্ট – দেবাশিষ দত্ত
  • সেরা স্পোর্টস অফিসিয়াল – সৌরভ পাল
  • সেরা ক্রিকেটার – আবির ঘোষ
  • সেরা ফুটবলার – দিমিত্রি পেত্রাতোস
  • লাইফটাইম অ্যাচিভমেন্ট – প্রয়াত বিমল মুখোপাধ্যায় (১৯৩৯ সালের লিগজয়ী অধিনায়ক)
  • মোহনবাগান রত্ন – সৌরভ গঙ্গোপাধ্যায়
Next Article