Kolkata Football : কলকাতা লিগে অফসাইড নিয়ে ধুন্ধুমার, টিম তুলল সাদার্ন
সাদার্নের মূল অভিযোগ সহকারী রেফারি ননীগোপাল সাহাকে নিয়ে। সাদার্ন কর্তার দাবি, শুরু থেকে শুধুমাত্র তাদের বিরুদ্ধেই সিদ্ধান্ত দিচ্ছিলেন।

সাদার্ন সমিতির কর্তা সৌরভ পালের দাবি, ‘ননীগোপাল সাহা স্থানীয় লোক। ম্যাচের আগেই তাঁকে নিয়ে আমরা দ্বিধায় ছিলাম। ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ওর ঘণিষ্ঠতা রয়েছে। শুরু থেকেই আমাদের প্লেয়ার বল নিয়ে গোলের সামনে গেলেই অফসাইড দিচ্ছিল। ইউনাইটেডের গোলের সময় আমাদের অধিনায়ক নির্মল ছেত্রীকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। রেফারি কোনও ভ্রুক্ষেপই করেনি।’
ইউনাইটেড স্পোর্টস কর্তা নবাব ভট্টাচার্য বলছেন, ‘আমরা শুরুতে ১ গোলে পিছিয়ে পড়ি। দ্বিতীয়ার্ধে গোল শোধ করি। রেফারির কিছু সিদ্ধান্ত মনমতো না হওয়ায় ওরা মাঠ ছেড়ে চলে গিয়েছে।’ ইউনাইটেড স্পোর্টস লিগে নিজেদের পঞ্চম ম্যাচে নেমেছিল। প্রথম চার ম্যাচে ১২ পয়েন্ট ইউনাইটেডের। এদিনের ম্যাচ সম্পূর্ণ না হওয়ায় বেশ বিরক্ত ইউনাইটেড শিবির। সাদার্ন এ মরসুমে মাত্র একটি ম্যাচ জিতেছে।
