গ্রীসের কাছে আটকে গেল স্পেন

sushovan mukherjee |

Mar 26, 2021 | 4:36 PM

খেলার ৩৩ মিনিটে আলভারো মোরাতার (Alvaro Morata) গোলে শুরুতে এগিয়ে যায় স্পেন (Spain)। কোকের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে গোল করে যান মোরাতা। ১-০ এগিয়ে থেকেই প্রথমার্ধে মাঠ ছাড়েন মোরাতারা। ৫৬ মিনিটে পেনাল্টি পায় গ্রীস (Greece)। স্পেনের ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ (Inigo Martinez) বক্সে ফাউল করেন।

গ্রীসের কাছে আটকে গেল স্পেন
স্পেনকে রুখে দিল গ্রীস। ছবি: টুইটার

Follow Us

স্পেন: বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে গ্রীসের কাছে আটকে গেল স্পেন (Spain)। এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে ব্যর্থ লা রোজা। গ্রীসের (Greece) সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করল স্পেন (Spain)। বিতর্কিত পেনাল্টিতে গোল হজম স্পেনের। যদিও পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্কে জড়াতে চাইলেন না স্প্যানিশ কোচ লুই এনরিকে (Luis Enrique)।

আরও পড়ুন: কলকাতা বঞ্চিত, মুম্বই, ভুবনেশ্বর, আমদাবাদে মেয়েদের এশিয়ান কাপ

খেলার ৩৩ মিনিটে আলভারো মোরাতার (Alvaro Morata) গোলে শুরুতে এগিয়ে যায় স্পেন (Spain)। কোকের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে গোল করে যান মোরাতা। ১-০ এগিয়ে থেকেই প্রথমার্ধে মাঠ ছাড়েন মোরাতারা। ৫৬ মিনিটে পেনাল্টি পায় গ্রীস (Greece)। স্পেনের ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ (Inigo Martinez) বক্সে ফাউল করেন। যদিও এ ক্ষেত্রে রেফারি ফাউলের সিদ্ধান্ত নাও দিতে পারেন। পেনাল্টি থেকে গোল করে খেলার ফল ১-১ করেন আনাসতাসিয়োস বাকাসেতাস।

প্রথমার্ধের পরই সের্জিও রামোসকে তুলে নেন লুই এনরিকে। তাঁর পরিবর্তে ইনিগো মার্টিনেজকে মাঠে নামান। সেই মার্টিনেজের ছোট্ট ভুলেই পয়েন্ট নষ্ট করে স্পেন। ফেব্রুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচারের পর মাঠে নামেন রামোস। তাঁর পুরনো চোট মাথাচাড়া দিল কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়। যদিও খেলা শেষে কোচ লুই এনরিকে আশ্বস্ত করে বলেন, ‘রামোস ভালো আছেন। অনেক দিন ও মাঠের বাইরে ছিল। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম রামোসকে প্রথম ৪৫ মিনিট খেলাব। বাকি ম্যাচগুলোয় ওকে পাওয়া যাবে।’ রবিবার জর্জিয়ার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ স্পেনের। বুধবার কসোভোর বিরুদ্ধে খেলবেন মোরাতারা।

Next Article