Spanish Football: চুমু বিতর্কের পর ধর্মঘট, স্প্যানিশ ফুটবল ঘিরে তুলকালাম!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 10, 2023 | 8:00 AM

Kiss Controversy- Spanish Football: লিগা এফ-এর চিফ এক্সিকিউটিভ পেদ্রো ভেলিচা বলেছেন, লিগের দুটো রাউন্ড বাতিল হয়ে যাওয়ায় প্রায় ১ মিলিয়নের মতো ক্ষতি হয়েছে। তাঁর কথায়, 'মেয়েদের বিশ্বকাপে স্পেনের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ভাবেই একটা বিরাট সাফল্য। দুর্ভাগ্যবশত আমরা স্পেনের মেয়েদের ফুটবল শৈলী নিয়ে কথা বলছি না। বলছি বিতর্ক নিয়ে। লিগা এফে এখন সবাই ফোকাস করেছে। সেটাও শুরু করার উপায় নেই এই মুহূর্তে।'

Spanish Football: চুমু বিতর্কের পর ধর্মঘট, স্প্যানিশ ফুটবল ঘিরে তুলকালাম!
Image Credit source: twitter

Follow Us

মাদ্রিদ: চুমু বিতর্কের রেশ এখনও কাটেনি। স্প্যানিশ ফেডারেশনের নির্বাসিত প্রেসিডেন্ট লুইস রুবিয়ালসের ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। জেল, জরিমানা দুইই হতে পারে তাঁর। পরিস্থিতি যখন এতটা জটিল, তখন আরও এক সমস্যার মুখে স্প্যানিশ ফুটবল। বিশ্বকাপের মঞ্চে যৌন হেনস্তার পর জাতীয় টিমের হয়ে খেলার ব্যাপারে ‘না’ বলে দিয়েছেন মহিলা ফুটবলাররা। এ বার লিগা এফ বা মেয়েদের ফুটবল লিগও থমকে যাওয়ার মুখে। স্পেনের ফুটবলে যে এমন অচলাবস্থা তৈরি হতে পারে, ক’দিন আগেও ভাবা যায়নি। এই সঙ্কট কী করে কাটবে, তা নিয়েই ভাবছেন স্পেনের ফুটবল কর্তারা। TV9Bangla Sportsএ বিস্তারিত।

লিগা এফ-এর দ্বিতীয় মরসুম শুরু হওয়ার কথা ছিল শুক্রবার থেকে। কিন্তু লিগের মহিলা ফুটবলাররা একজোট হয়ে ধর্মঘটে বসেছেন। যাতে তাঁদের মাইনে বাড়ানো হয়। সেই কারণে লিগ শুরু করা যায়নি। প্রথম দুটো রাউন্ডের যাবতীয় ম্য়াচ বাতিল করা হয়েছে। চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও সমাধানসূত্র বের করতে পারেনি স্প্যানিশ ফেডারেশন। এই পরিস্থিতি মেয়েদের ফুটবল লিগ হবে কিনা, নিশ্চিত নন কর্তারা। ছেলেদের ফুটবল লিগ অর্থাৎ লা লিগার ১ লক্ষ ৮২ হাজার ইউরো। কিন্তু তুলনায় মেয়েদের মাইনে একেবারেই কম। মাত্র ১৬ হাজার। তা থেকে আবার কর দিতে হয়। যে কারণে মাইনে আরও কমে যায়। মেয়েদের লিগে ৩৩৪জন প্লেয়ার খেলেন। যার ৮০জন ২০ হাজার ইউরো মাইনে পান। তাতেও রয়েছে অসাম্য। ছেলে-মেয়েদের লিগে এমন বেমানান মাইনে নিয়েই সোচ্চার হয়েছে মহিলা ফুটবলাররা। তাই বাধ্য হয়েছেন ধরনায় বসতে।

প্রাক্তন মহিলা ফুটবলার কেকা ভেগা বলেছেন, ‘স্পেনের মেয়েরা বিশ্বকাপ জিতে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। এটাই সেরা সময় কর্মক্ষেত্রে নিজেদের দাবি প্রতিষ্ঠা করার। মেয়েদের ফুটবল এত পিছিয়ে থাকবে কেন? হয়তো লিগ শুরু হওয়ার মুখে এমন ধরনা হওয়াটা উচিত ছিল না। কিন্তু মেয়েদের কাছে নিজেদের দাবি পেশ করার এটাই সেরা সময়।’

লিগা এফ-এর চিফ এক্সিকিউটিভ পেদ্রো ভেলিচা বলেছেন, লিগের দুটো রাউন্ড বাতিল হয়ে যাওয়ায় প্রায় ১ মিলিয়নের মতো ক্ষতি হয়েছে। তাঁর কথায়, ‘মেয়েদের বিশ্বকাপে স্পেনের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ভাবেই একটা বিরাট সাফল্য। দুর্ভাগ্যবশত আমরা স্পেনের মেয়েদের ফুটবল শৈলী নিয়ে কথা বলছি না। বলছি বিতর্ক নিয়ে। লিগা এফে এখন সবাই ফোকাস করেছে। সেটাও শুরু করার উপায় নেই এই মুহূর্তে।’

মেয়েদের লিগের প্রথম দু’রাউন্ড বাতিল, ধর্মঘটের জেরে স্পনসর হারানোর ভয় করছে ফেডারেশন। বিশ্বকাপ জেতার পর কয়েকটা আন্তর্জাতিক স্প্যানিশ সংস্থা লগ্নি করতে রাজি হয়েছিল। তাও পিছিয়ে গিয়েছে। সব মিলিয়ে লুইস রুবিয়ালসের জন্য এলোমেলো হয়ে গিয়েছে স্পেনে মেয়েদের ফুটবল।