মেসিকে পেয়েও সুপার কাপ অধরা বার্সার

Jan 18, 2021 | 1:00 PM

স্প্যানিশ সুপার কাপের (Spanish Super Cup) ফাইনালে রবিবার অ্যাথলেটিক বিলবাও (Athletic Bilbao) ৩-২ হারাল বার্সেলোনাকে (Barcelona)। নির্ধারিত সময়ে স্কোর ছিল ২-২। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেই অতিরিক্ত সময়েই বার্সাকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নেয় বিলবাও। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ২০১৫ সালের পর ফের অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারল বার্সেলোনা।

1 / 8
ম্যাচের ৪০ মিনিটে বার্সার হয়ে প্রথম গোল আঁতোয়া গ্রিজমান। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

ম্যাচের ৪০ মিনিটে বার্সার হয়ে প্রথম গোল আঁতোয়া গ্রিজমান। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

2 / 8
ফাইনালে মাঠে নেমেও গোল পাননি লিওনেল মেসি। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

ফাইনালে মাঠে নেমেও গোল পাননি লিওনেল মেসি। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

3 / 8
৪২ মিনিটে মার্কোসের গোলে সমতায় ফেরে বিলবাও। (সৌজন্যে-বিলবাও টুইটার)

৪২ মিনিটে মার্কোসের গোলে সমতায় ফেরে বিলবাও। (সৌজন্যে-বিলবাও টুইটার)

4 / 8
৭৭ মিনিটে বার্সার হয়ে ব্যবধান বাড়ান গ্রিজমান। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

৭৭ মিনিটে বার্সার হয়ে ব্যবধান বাড়ান গ্রিজমান। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

5 / 8
ম্যাচের ৯০ মিনিটে ভিয়ালিব্রের গোলে ফের সমতায় ফেরে বিলবাও। (সৌজন্যে-বিলবাও টুইটার)

ম্যাচের ৯০ মিনিটে ভিয়ালিব্রের গোলে ফের সমতায় ফেরে বিলবাও। (সৌজন্যে-বিলবাও টুইটার)

6 / 8
অতিরিক্ত সময়ে বিলবাওয়ের হয়ে জয়সূচক গোল উইলিয়ামসের। (সৌজন্যে-বিলবাও টুইটার)

অতিরিক্ত সময়ে বিলবাওয়ের হয়ে জয়সূচক গোল উইলিয়ামসের। (সৌজন্যে-বিলবাও টুইটার)

7 / 8
ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে ১২১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মেসি। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে ১২১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মেসি। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

8 / 8
স্প্যানিশ সুপার কাপ জয়ের পর বিলবাওয়ের ফুটবলারদের উচ্ছাস। (সৌজন্যে-বিলবাও টুইটার)

স্প্যানিশ সুপার কাপ জয়ের পর বিলবাওয়ের ফুটবলারদের উচ্ছাস। (সৌজন্যে-বিলবাও টুইটার)

Next Photo Gallery