মেসিকে পেয়েও সুপার কাপ অধরা বার্সার
স্প্যানিশ সুপার কাপের (Spanish Super Cup) ফাইনালে রবিবার অ্যাথলেটিক বিলবাও (Athletic Bilbao) ৩-২ হারাল বার্সেলোনাকে (Barcelona)। নির্ধারিত সময়ে স্কোর ছিল ২-২। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেই অতিরিক্ত সময়েই বার্সাকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নেয় বিলবাও। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ২০১৫ সালের পর ফের অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারল বার্সেলোনা।