Europa League: ইউরোপা লিগে অঘটন, ছিটকে গেল আর্সেনাল, শেষ আটে ম্যাঞ্চেস্টার-জুভে

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Mar 17, 2023 | 1:26 PM

Europa League: তিন বারের চ্যাম্পিয়ন জুভেন্তাস সহজেই শেষ আটে। এরিক টেন হ্যাগের টিমও। কিন্তু অঘটন আর্সেনাল ম্যাচে। ইপিএলের লিগ টপারদের হারিয়ে দিল স্পোর্টিং লিসবন।

Europa League: ইউরোপা লিগে অঘটন, ছিটকে গেল আর্সেনাল, শেষ আটে ম্যাঞ্চেস্টার-জুভে
Image Credit source: Twitter

মাদ্রিদ: পেদ্রো কন্সালভেসের দুরন্ত গোল সত্ত্বেও টাইব্রেকারে স্পোর্টিং লিসবনের হেরে ইউরোপা লিগ (Europa League) থেকে ছিটকে গেল আর্সেনাল (Arsenal)। অঘটন অবশ্য ওতেই শেষ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United), জুভেন্তাস (Juventus) প্রত্যাশা মতো জিতে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটে ১-০ জিতেছে রিয়াল বেতিসের বিরুদ্ধে। তিনবারের চ্যাম্পিয়ন জুভেন্তাস ২-০ হারিয়েছে ১০ জনে খেলা ফ্রেইবার্গকে। ম্যাঞ্চেস্টার, জুভের কাজটা খানিকটা সহজ ছিল। কিন্তু লিসবনের জেতা বড় অঘটনই বলা যায়। ম্যাচের বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

এই মরসুমে দুরন্ত ছন্দে রয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে তারা। এমিরেটস স্টেডিয়ামে গ্র্যানিট জ়াকার ১৬ মিনিটে গোলে এগিয়েও গিয়েছিল আর্সেনাল। তাতেও শেষ রক্ষা হল না। প্রথমার্ধে আর্সেনালকে যথেষ্ট বেগ দিয়েছে লিসবন। বিরতির পরই খেলা পুরোপুরি ঘুরে যায়। ০-১ থেকে ১-১ করে লিসবন। প্রি-কোয়ার্টারের প্রথম দফার ম্যাচে ২-২ ছিল স্কোরলাইন। ৬২ মিনিটে ফিরতি ম্যাচের স্কোরলাইন পাল্টে দেন কন্সালভেস। ৪২ গজ দূর থেকে আচমকাই জোরালো শটে ১-১ করেন তিনি। সমতা ফেরানোর পর আরও বেশি ডিফেন্সিভ মোডে চলে যায় স্পোর্টিং। গোলের কিছু সুযোগ পেলেও পর্তুগিজ ক্লাবের রক্ষণ আর ভাঙতে পারেনি আর্সেনাল। অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ জিতে শেষ আটে পা রেখেছে স্পোর্টিং লিসবন। টাইব্রেকারে লিসবনের কিপার সেভ করে দেন গ্যাব্রিয়াল মার্তিনেলির কিক।

লিসবনের কাছে আর্সেনালের হার যে বড় ধাক্কা, মেনে নিয়েছেন কোচ মিকেল আর্তেতা। তাঁর কথায়, ‘এটা মানতেই হবে যে, এই হার একটা বড় ধাক্কা আমাদের কাছে। প্রথম ৭৫ মিনিট সেই অর্থে খেলতেই পারিনি। যে বলগুলো পেয়েছি, বিপক্ষের পায়ে তুলে দিয়েছি। সোজা কথা বললে, ম্যাচটা জেতার মতো দক্ষতাই ছিল না টিমের। কিন্তু অতিরিক্ত সময়ে আমরা কিন্তু খেলাটা জিততেই পারতাম। একটা কঠিন ম্যাচে এই সুযোগগুলো হারালে তার খেসারতই দিতে হয়।’

অন্য ম্যাচে এরিক টেন হ্যাগের টিম কিন্তু সহজেই জিতেছে স্প্যানিশ টিম রিয়াল বেতিসের বিরুদ্ধে। প্রথম দফায় ৪-১ জিতেছিল বেতিস। এই ম্যাচে মার্কাস ব়্যাশফোর্ড দ্বিতীয়ার্ধে টিমের একমাত্র গোলটা করেন। অবশ্য বেতিসের জোকুইনের শট পোস্টে না লাগলে, গোলের দুটো সহজ জুয়ানমি মিস না করলে স্কোরলাইন অন্যরকম হতে পারত। তবে ফর্মে থাকা ম্যাঞ্চেস্টারের বিরুদ্ধে বেতিসের ফিরতি ম্যাচ জেতা কঠিনই ছিল। সব মিলিয়ে ৫-১ জিতে শেষ আটে গিয়েছে এরিকের টিম।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla