Subroto Cup: সুব্রত কাপে এবারও সঙ্গী TV9 Network, ভালো খেললে জার্মানিতে ট্রেনিংয়ের সুযোগ খুদে ফুটবলারদের

Indian Sports News: দিল্লি এনসিআর, বেঙ্গালুরুতে ম্যাচগুলি হবে। টুর্নামেন্ট শেষে সেরা ফুটবলারদের দিয়ে ট্রায়াল হবে। সেখান থেকে নির্বাচিত ফুটবলারদের টিভি নাইন নেটওয়ার্কের ইন্ডিয়ান টাইগার্স ও টাইগ্রেস উদ্যোগের আওতায় জার্মানির অ্যাকাডেমিতে ট্রেনিংয়ের সুযোগ করে দেওয়া হবে।

Subroto Cup: সুব্রত কাপে এবারও সঙ্গী TV9 Network, ভালো খেললে জার্মানিতে ট্রেনিংয়ের সুযোগ খুদে ফুটবলারদের
Image Credit source: Special arrangements

Aug 12, 2025 | 6:30 PM

ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সুব্রত কাপ। জুনিয়র এবং সাব-জুনিয়র স্তরের টুর্নামেন্ট। এখান থেকেই উঠে আসে ভবিষ্যৎ তারকারা। গত বছরের মতো সুব্রত কাপের সঙ্গে এ বারও TV9 Network যুক্ত থাকছে। যার ফলে ঐতিহ্যের এই টুর্নামেন্টে খেলা খুদে ফুটবলাররা আরও বড় সুযোগ পাবে। সুব্রত কাপে ভালো খেলতে পারলে টিভি নাইন নেটওয়ার্কের বড় উদ্যোগ ইন্ডিয়ান টাইগার অ্যান্ড টাইগ্রেসের সৌজন্যে জার্মানিতে ট্রেনিংয়ের সুযোগ পেতে পারে খুদে ফুটবলাররা। জেনে নিন বিস্তারিত।

সুব্রত কাপ আন্তর্জাতিক মানের ফুটবল টুর্নামেন্টে। নেপাল, শ্রীলঙ্কার মতো দেশের দলও অংশ নেবে এই টুর্নামেন্টে। অনূর্ধ্ব ১৭ জুনিয়র বয়েজ, অনূর্ধ্ব ১৭ জুনিয়র গার্লস এবং অনূর্ধ্ব ১৫ সাব-জুনিয়র বয়েজ স্তরের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ১৯ অগস্ট। ফাইনাল ২৫ সেপ্টেম্বর। সব মিলিয়ে ২০০-র বেশি ম্যাচ হবে সুব্রত কাপে। দিল্লি এনসিআর, বেঙ্গালুরুতে ম্যাচগুলি হবে। টুর্নামেন্ট শেষে সেরা ফুটবলারদের দিয়ে ট্রায়াল হবে। সেখান থেকে নির্বাচিত ফুটবলারদের টিভি নাইন নেটওয়ার্কের ইন্ডিয়ান টাইগার্স ও টাইগ্রেস উদ্যোগের আওতায় জার্মানির অ্যাকাডেমিতে ট্রেনিংয়ের সুযোগ করে দেওয়া হবে।

এ দিন নয়াদিল্লিতে সুব্রত কাপ এবং টিভি নাইন নেটওয়ার্কের যুক্ত হওয়ার এই অনুষ্ঠানে ছিলেন জাতীয় দলের ফুটবলার দালিমা ছিবার, এয়ার মার্শাল, এয়ার অফিসার ইন চার্জ অ্যাডমিনিস্ট্রেশন তথা সুব্রত মুখোপাধ্য়ায় স্পোর্টস অ্যান্ড এডুকেশন সোসাইটির (SMSES) ভাইস চেয়ারম্যান এস শিবকুমার। অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারতীয় বায়ুসেনা এবং SMSES সর্বদাই এই টুর্নামেন্টকে সফল করতে মরিয়া। প্রতি বছরই লক্ষ্য থাকে আগের বারের তুলনায় ভালো কিছু করার। খুদে ফুটবলাররা যাতে কেরিয়ারে উন্নতি করতে পারে, সেদিকেই লক্ষ্য থাকে।’

টুর্নামেন্টের প্রাইজ মানিও ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ৩৫ লক্ষ ৬০ হাজার টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। দালিমা ছিবার ২০১১ সালে সুব্রত কাপে খেলেছিলেন। বর্তমানে তিনি জাতীয় দলের অন্যতম ভরসা। এই ডিফেন্ডার বলেন, ‘ভারতীয় ফুটবলের সোনালী ভবিষ্যতের দিকে এগোচ্ছি আমরা। সদ্য আমাদের অনূর্ধ্ব ২০ মহিলা দল এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছে। দীর্ঘ ২০ বছরের ব্যবধানে এই সাফল্য।’ অতীতে এই টুর্নামেন্টে খেলেছেন ভারতীয় ফুটবলের একাধিক কিংবদন্তি যেমন বাইচুং ভুটিয়া, শ্যাম থাপা, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, রবিন সিং।