El Clasico: এল ক্লাসিকো জিতে বার্সেলোনার মুঠোয় লা লিগা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 20, 2023 | 5:42 PM

La Liga: রিয়াল মাদ্রিদকে এ বার ঘরের মাঠেও হারাল কাতালান ক্লাব। লা লিগার লিগ টেবলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।

El Clasico: এল ক্লাসিকো জিতে বার্সেলোনার মুঠোয় লা লিগা
El Clasico: এল ক্লাসিকো জিতে বার্সেলোনার মুঠোয় লা লিগা

Follow Us

ক্যাম্প ন্যু: ঘরের মাঠে লা লিগায় রুদ্ধশ্বাস জয় বার্সেলোনার (Barcelona)। এল ক্লাসিকোয় (El Clasico) ফের দাপট দেখাল কাতালান ক্লাবটি। রিয়াল মাদ্রিদকে (Real Madrid) ২-১ ব্যবধানে হারিয়ে লা লিগা খেতাব প্রায় মুঠোয় ভরে ফেলল বার্সা। টানা তিনটি এল ক্লাসিকো জিতল বার্সেলোনা। এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানোর ফলে জাভির দলের পয়েন্ট হল ৬৮। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ১২ পয়েন্ট এগিয়ে গেল বার্সা। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

লা লিগার ম্যাচে রবিবার ক্যাম্প ন্যু-তে ম্যাচের শুরুটা বার্সার কাছে ভালো হয়নি। ৯ মিনিটে বার্সার ডিফেন্ডার রোনাল্ড আরাজোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে গোল খাওয়ার পর ঝাঁঝ বেড়ে যায় বার্সার। একের পর এক আক্রমণ করতে থাকে কাতালান ক্লাবটি। বিরতির ঠিক আগে ৪৫ মিনিটে বার্সাকে সমতায় ফেরান সের্গি রোবের্তো।

১-১ স্কোরলাইনে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের দেখা পাচ্ছিল না। বার্সার প্লেয়ারদের নেওয়া একাধিক শট রুখে দেন রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তোয়া। বিরতির পর বার্সা দাপট দেখালেও সুযোগ নষ্ট করেন রবার্ট লেওয়ানডস্কি-রাফিনহারা। এর পর ৭৭ মিনিটে সের্গি রোবের্তোর পরিবর্তে নামেন ফ্রাঙ্ক কেসি। ৮২ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন মার্কো আসেনসিও। ভিএআরে তা বাতিল হয়। ম্যাচের একটা সময় মনে হচ্ছিল ১-১ ড্র দিয়ে শেষ হবে ম্যাচ। যদিও অ্যাডেড টাইমে মাদ্রিদকে আরও একটা গোল দেয় বার্সা। প্রথমার্ধে গোল করা সের্গির পরিবর্তে নামা ফ্রাঙ্ক কেসি অ্যাডেড টাইমে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন। কেসির গোলের পরই সেলিব্রেশনে মেতে ওঠেন লেওয়ানডস্কিরা। তাঁদের সেলিব্রেশন দেখেই বোঝা গিয়েছিল, এই ম্যাচ জিতে বার্সেলোনা কার্যত লা লিগার খেতাব জিতে ফেলেছে। এ বার শুধু ট্রফিটা হাতে ওঠার পালা।

২০১৯ সালের পর থেকে লা লিগা খেতাব বার্সেলোনায় আসেনি। এ বার সেই শিরোপা নিশ্চিতভাবে আসতে চলেছে কাতালান ক্লাবে। ফুটবল মহলে দাবি উঠেছে, বিরাট কোনও অঘটন না ঘটলে রিয়াল মাদ্রিদ লা লিগা খেতাব জিততে পারবে না। এ বার দেখার শেষ মেশ কী হয়।

Next Article