Sunil Chettri : এশিয়াডে নেই সুনীল! স্কোয়াডে অনুপস্থিত সন্দেশ-গুরপ্রীতও

Asian Games 2023 : ২০২৩ এশিয়ান গেমসের ভারতীয় ফুটবল স্কোয়াডে নেই দেশের সিনিয়র ফুটবল টিমের অধিনায়ক সুনীল ছেত্রী!

Sunil Chettri : এশিয়াডে নেই সুনীল! স্কোয়াডে অনুপস্থিত সন্দেশ-গুরপ্রীতও
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 10:08 AM

কলকাতা : অনিশ্চয়তার মেঘ কেটে গিয়ে এশিয়ান গেমসে (Asian games 2023) খেলার অনুমতি পেয়েছে ভারতীয় ফুটবল দল। সুনীল ছেত্রীকে ক্যাপ্টেন করে এশিয়াডে দল পাঠানোর চিন্তাভাবনা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। সেই সম্ভাবনা বাস্তবায়িত হবে তো? টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, এশিয়ান গেমসের জন্য আয়োজকদের কাছে পাঠানো ভারতীয় ফুটবল স্কোয়াডে নেই সুনীল ছেত্রী (Sunil Chettri)। নেই গোলকিপার গুরপ্রিত সিং সান্ধু এবং ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের নামও। এই তিন সিনিয়র ফুটবলারের নাম আসন্ন এশিয়ান গেমসের লিস্ট থেকে উধাও। কেন? বিস্তারিত রইল TV9 Bangla Sports – এর এই প্রতিবেদনে।

নিয়ম অনুযায়ী, এশিয়ান গেমস ফুটবলে অনূর্ধ্ব ২৩ দল পাঠানো হয়। তবে দলে তিনজন সিনিয়র ফুটবলার খেলতে পারেন। তাই সিনিয়র টিমের তিন গুরুত্বপূর্ণ সদস্যকে স্কোয়াডে রেখে চিনে দল পাঠানোর তোড়জোড় শুরু হয়েছিল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানান, সুনীলকে অধিনায়ক করে এশিয়াডে দল পাঠানো হবে। এদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২২ জনের স্কোয়াডে সুনীল-সান্ধুদের নাম নেই। জানা গিয়েছে, আইওএ এবং কল্যাণ চৌবে ব্যক্তিগতভাবেও এশিয়ান গেমস আয়োজকদের কাছে এই তিনজনকে ‘বিশেষ ক্ষেত্রে’ খেলার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এই মর্মে আয়োজকদের চিঠি পাঠানো হয়েছে।

সূত্রের খবর, এই তিন সিনিয়র ফুটবলারের এশিয়ান গেমসে খেলা নিয়ে অনিশ্চয়তা আগে থেকেই ছিল। পরে সিদ্ধান্ত বদল করা হয়। আয়োজকদের নাম পাঠানোর শেষ সময়সীমা ছিল ১৫ জুলাই। যে কারণে ওই স্কোয়াডে সুনীলদের নাম অনুপস্থিত রয়েছে। কল্যাণ চৌবে বলেছেন, “যখন আমরা ক্রীড়ামন্ত্রকের কাছে এশিয়াডের জন্য পুরুষ ও মহিলা ফুটবল দল পাঠানোর অনুরোধ করেছিলাম তখন জানতে পারিনি যে তাঁদের নাম (সুনীল,সান্ধু ও সন্দেশ) আয়োজকদের কাছে পাঠানোর মূল তালিকায় ছিল না। বিষয়টি জানার পর আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি যাতে ওই তিনজনের নাম স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। ফেডারেশনের সভাপতি হিসেবে এখানে আমার হস্তক্ষেপ করা প্রয়োজন ছিল।”