কেরিয়ারের শেষ এশিয়ান কাপ খেলতে চলেছেন কিংবদন্তি সুনীল ছেত্রী। টুর্নামেন্ট শুরু হতে এখনও অনেক দেরি। কোচ ইগর স্টিমাচ চান এশিয়ান গেমসের আগে বিশেষ শিবির করতে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কয়েকটি প্রীতি ম্যাচ খেলতে। কোচের পরিকল্পনাকে সমর্থন করছেন অধিনায়ক সুনীল ছেত্রীও। এ দিন একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে অংশ নেন ভারত অধিনায়ক। এশিয়ান কাপ এবং ভারতীয় ফুটবল নিয়ে আর কী বলছেন সুনীল? বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
নতুন বছরের শুরুতে রয়েছে এশিয়ান কাপ (১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি)। টুর্নামেন্ট হবে দোহায়। তার আগে এক মাসের একটি ক্যাম্প করতে চান ইগর। অধিনায়ক সুনীল ছেত্রীও চান শিবিরের পাশাপাশি এশিয়ার শীর্ষ সাত দেশের মধ্যে অন্তত কোনও এক টিমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ হোক। উদাহরণ হিসেবে বলা যায় ইরান, জাপান কিংবা সৌদি আরব। সুনীল ছেত্রী বলছেন, ‘এশিয়ান কাপের গ্রুপ পর্বে আমাদের খেলতে হবে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়ার বিরুদ্ধে। সে কারণেই কোচ স্টিমাচ এবং গুরপ্রীত সিং সান্ধুও বলেছে দীর্ঘ একটি শিবিরের কথা। আমাদের সত্যিই এটা প্রয়োজন, আশা করছি ব্যবস্থা করা হবে।’
শিবিরের লাভ সদ্য পেয়েছে ব্লু টাইগার্স। ইন্টারকন্টিনেন্টাল কাপের আগে দীর্ঘ শিবির করা হয়। ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপে খেতাব জিতেছে ভারত। এ বার লক্ষ্য এশিয়ান কাপ। সুনীল আরও বলেন, ‘জাতীয় শিবিরে থাকলে প্লেয়ারদের মানসিকতায় অনেক বদল হয়। হয়তো অনেকের চোট থাকবে, মানসিক ভাবেও কেউ ঠিক জায়গায় না থাকতে পারে। শিবিরে এই সমস্যাগুলো মিটিয়ে নেওয়া যায়। সে কারণেই সময় প্রয়োজন।’
ঘরের মাঠে ট্রফির হ্যাটট্রিক করেছে ভারত। ইন্টারকন্টিনেন্টাল এবং সাফ চ্যাম্পিয়নশিপ রয়েইছে। তার আগে ইম্ফলে একটি ত্রিদেশীয় টুর্নামেন্টও জিতেছে ভারত। তবে এশিয়ান কাপ এবং তার আগে ক্লাব ফুটবলও রয়েছে। ফলে শিবির করা নিয়ে একটা সমস্যা থাকবেই। তবে ফেডারেশনের শীর্ষকর্তারা অবশ্য ইঙ্গিত দিয়েছেন, ইগর স্টিমাচের অনুরোধ রাখা হবে। সুনীল বলছেন, ‘আমরা কতদিনের শিবির পাব জানি না। তবে যতটা বেশি সময় পাব, খুবই ভালো। পাশাপাশি আমরা যদি সেরা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ পাই আরও ভালো। আমরা যদি দুটো-তিনটে শক্তীশালী দলের বিরুদ্ধে খেলতে পারি। যেমন, আমরা যদি ইরান, জাপান কিংবা সৌদি আরবের মতো টিমের বিরুদ্ধে না খেলি অস্ট্রেলিয়ার জন্য কতটা প্রস্তুত, বুঝতে পারব না।’