Sunil Chhetri: ফুটবলের ধোনি! সম্পত্তির নিরিখে ক্রিকেটারদের ধারেকাছে নেই সুনীল ছেত্রী

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 28, 2023 | 9:00 AM

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে খুব ভালো বন্ধুত্ব সুনীল ছেত্রীর। তাঁদের মধ্যে অনেক মিলও পাওয়া যায়। কিন্তু মোট সম্পত্তির দিক থেকে তাঁদের মধ্যে আকাশ-পাতাল ফারাক।

Sunil Chhetri: ফুটবলের ধোনি! সম্পত্তির নিরিখে ক্রিকেটারদের ধারেকাছে নেই সুনীল ছেত্রী
ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।
Image Credit source: Sunil Chhetri Twitter

Follow Us

নয়াদিল্লি: ভারতীয় ফুটবলকে (Indian Football) ৩৮ বছর বয়সেও একের পর এক সাফল্য এনে দিচ্ছেন। ব্লু টাইগারদের ক্যাপ্টেন তিনি। সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তাঁকে অনেকে ফুটবলের মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ফুটবলকে বিশ্বমঞ্চে প্রসারিত করে চলেছেন সুনীল। ২০০৫ সাল থেকে ভারতের সিনিয়র টিমের হয়ে খেলছেন। এখনও অবধি দেশের হয়ে ১৪২টি ম্যাচে খেলেছেন সুনীল। তাতে গোলসংখ্যার দিক থেকে সুনীল ছেত্রী বেশ ধনী। কারণ, ভারতের হয়ে এই ১৪২টি ম্যাচে ৯২টি গোল করেছেন সুনীল ছেত্রী। এই ভারতীয় কিংবদন্তি ফুটবলার আসলে কতটা ধনী? অর্থাৎ মোট সম্পত্তির (Net Worth) দিক থেকে তিনি কতটা ধনী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে খুব ভালো বন্ধুত্ব সুনীল ছেত্রীর। তাঁদের মধ্যে অনেক মিলও পাওয়া যায়। কিন্তু মোট সম্পত্তির দিক থেকে তাঁদের মধ্যে আকাশ-পাতাল ফারাক। শুধু তাই নয়, সুনীলকে যেহেতু ভারতীয় ফুটবলের মহেন্দ্র সিং ধোনি বলা হয় তাই, যদি মাহির সম্পত্তির পরিমাণ দেখা হয় সেটাও বেঙ্গালুরু এফসির অধিনায়কের থেকে বেশি। StockGro-র তথ্য অনুযায়ী বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ ১০৫০ কোটি টাকা। মাহির মোট সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি টাকার বেশি। এ দিকে সুনীল ছেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১২.৩০ কোটি টাকা। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সুনীল ছেত্রীর বার্ষিক আয় ৮০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকার কাছাকাছি। এই টাকা তিনি পান ফুটবল খেলে এবং বিজ্ঞাপন থেকে। বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও বিনিয়োগের সঙ্গেও যুক্ত সুনীল ছেত্রী। যদিও এই খাতে তিনি কত টাকা উপার্জন করেন তা জানা নেই।

২০১১ সালে ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া অবসর নেওয়ার পর সুনীল ছেত্রীর উপর চাপ বেড়ে যায়। এরপর তাঁর কাঁধে গিয়ে পড়ে ভারতের দায়িত্ব। ১৮ বছরের কেরিয়ারে সুনীল প্রচুর সাফল্য পেয়েছেন। বিশ্ব ফুটবলে সর্বাধিক গোলদাতাদের দিক থেকে সুনীল ছেত্রী চতুর্থ স্থানে রয়েছেন। আর সক্রিয় ফুটবলারদের দিক থেকে সুনীল ছেত্রী রয়েছেন তৃতীয় স্থানে।

Next Article