Indian Football Team: বাহরিন সফর থেকে ছিটকে গেলেন সুনীল

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Mar 07, 2022 | 3:28 PM

৩৮ বছরের ভারতীয় ফরোয়ার্ড বলেন, 'বাহরিন আর বেলারুশের বিরুদ্ধে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু ওই দুটো ম্যাচ আমি খেলতে পারব না। এটা আমার কাছে লজ্জার বিষয়। এই মরসুমটা আমার জন্য ভালো হয়নি। আমার বেশ কয়েক জায়গায় চোট আছে। সেরে উঠতে কিছুটা সময় লাগবে। মে-তে প্রস্তুতি শিবিরের আগে দ্রুত ফিট হয়ে মাঠে ফিরতে মরিয়া।'

Indian Football Team: বাহরিন সফর থেকে ছিটকে গেলেন সুনীল
সুনীল ছেত্রী। ছবি: টুইটার

Follow Us

নয়াদিল্লি: এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) বাছাই পর্বের আগে স্টিম্যাচের চিন্তা বাড়ালেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। চলতি মাসের শেষেই বাহরিনে দুটো প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভারতের (Indian Football Team)। বাহরিন আর বেলারুশের বিরুদ্ধে বাহরিনে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে স্টিম্যাচের ছেলেরা। যদিও বেলারুশের বিরুদ্ধে ম্যাচ হওয়া নিয়ে সংশয় আছে। সেক্ষেত্রে বাহরিনের বিরুদ্ধেই দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে ভারত। বাহরিন সফরের জন্য ৩৮ জনের দলও বেছে নিয়েছেন কোচ স্টিম্যাচ। কিন্তু দল ঘোষণার কয়েকদিন বাদেই বাহরিন সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন সুনীল ছেত্রী। ভারত অধিনায়ক বাহরিন সফরে না থাকায় স্বভাবতই চিন্তা বাড়ল স্টিম্যাচের। ২৩ তারিখ বাহরিন এবং ২৬ তারিখ বেলারুশের বিরুদ্ধে খেলার কথা ভারতের। ২১ তারিখ বাহরিন উড়ে যাবে ব্লু টাইগার্স।

 

চোটের জন্যই বাহরিন সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন সুনীল। ৩৮ বছরের ভারতীয় ফরোয়ার্ড বলেন, ‘বাহরিন আর বেলারুশের বিরুদ্ধে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু ওই দুটো ম্যাচ আমি খেলতে পারব না। এটা আমার কাছে লজ্জার বিষয়। এই মরসুমটা আমার জন্য ভালো হয়নি। আমার বেশ কয়েক জায়গায় চোট আছে। সেরে উঠতে কিছুটা সময় লাগবে। মে-তে প্রস্তুতি শিবিরের আগে দ্রুত ফিট হয়ে মাঠে ফিরতে মরিয়া।’

 

 

 

সুনীল আরও বলেন, ‘এই স্কোয়াড নিয়ে আমি আত্মবিশ্বাসী। এই দলের মধ্যে ম্যাচ জেতার ক্ষমতা আছে। অনেক তরুণ, প্রতিভাবান ফুটবলাররাও উঠে আসছে। আইএসএলে তারা নজরও কেড়েছে। আমি নিশ্চিত, আমরা ঠিক পথেই এগোচ্ছি। দলের জন্য শুভেচ্ছা রইল।’

 

১০ মার্চ পুণেতে হেড কোচ স্টিম্যাচ এবং সাপোর্ট স্টাফরা একত্রিত হবেন। ১১ তারিখ থেকেই শুরু হবে অনুশীলন। আইএসএলের সেমি ফাইনাল আর ফাইনালে খেলা ফুটবলাররা একেবারে দলের সঙ্গে বাহরিন যাবে। চোটের জন্য কে আশিক রিহ্যাবে আছেন।

 

 

আরও পড়ুন: Shane Warne: ওয়ার্নের দেহের ময়নাতদন্তের রিপোর্টে কী এল?

Next Article